‘দয়া করে মনে রাখবেন …’ মুখ্যমন্ত্রীকে পাল্টা জবাব CESC-র

Published on:

CESC on Mamata Banerjee

সহেলি মিত্র, কলকাতাঃ একটানা ভারী বৃষ্টির জেরে জলের তলায় চলে গিয়েছে কলকাতা। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চলের কারণে রাতভর বৃষ্টি হয় কলকাতায়। যে কারণে সকাল থেকেই রাস্তাঘাট জলমগ্ন অবস্থা দেখে চোখ কপালে উঠেছে সাধারণ মানুষের। এদিকে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর। এহেন ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী করেছেন CESC-কেই। যদিও এবার মুখ্যমন্ত্রীর অভিযোগের পাল্টা দিল বিদ্যুৎ সংস্থা।

মুখ্যমন্ত্রীকে ‘জবাব’ দিল CESC

মুখ্যমন্ত্রী নিজের ফেসবুক পোস্টে লিখেছিলেন, ‘আজ CESC-র অবহেলায় কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যাঁরা মারা গেলেন, তাঁদের পরিবারের জন্য আমাদের আন্তরিক সমবেদনা। মৃত্যুর কোনও ক্ষতিপূরণ হয়না, জীবনের কোনও বিকল্প হয় না। তবুও আমরা প্রতি পরিবারের একজনের চাকরি নিশ্চিত করব। ক্ষতিপূরণ দিতে বলছি CESC কে-ও। আমি CESC-র সঙ্গে কথা বলেছি। আমাদের আন্তরিক সমবেদনার পাশাপাশি এই ক্ষতিপূরণ-ও পরিবারগুলির প্রাপ্য।’ এবার এই মন্তব্যেরই পাল্টা দিয়েছে CESC।

সিইএসসি নিজের এক্স হ্যান্ডেলে লিখেছে, ‘দয়া করে মনে রাখবেন যে রাস্তার আলোর খুঁটি এবং ট্র্যাফিক লাইটগুলি আমাদের মালিকানাধীন, রক্ষণাবেক্ষণ বা পরিচালনার বিষয় নয়। এগুলি নিয়ে আমরা কাজ করি না।’ একই সঙ্গে এও জানানো হয়েছে, যেসব এলাকায় তাদের সংস্থার বিদ্যুৎ সরবরাহ হয় তার বেশিরভাগ অংশেই আপাতত বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তা বন্ধ থাকবে।

প্রায় চার দশকের মধ্যে সবচেয়ে ভারী বৃষ্টিপাত

সোমবার রাত ১১.৩০ টা থেকে মঙ্গলবার ভোর ২.৩০ টা পর্যন্ত কলকাতায় ৪৮.৬ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যেখানে ভোর ৫.৩০ টা থেকে ৮.৩০ টা পর্যন্ত ১২.১ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, আইএমডি জানিয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, “গত রাতের বৃষ্টি অবিশ্বাস্য ছিল। আমাদের বলা হয়েছিল যে ১৯৭৮ সালেও এমন বন্যা হয়েছিল।” আবহাওয়া দফতরের তথ্য অনুসারে, মঙ্গলবার সকাল ৮.৩০ টা পর্যন্ত ২৪ ঘন্টার মধ্যে শহরে ২৫১.৪ মিমি অত্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে।

 

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥