ঝড়ে বিদ্যুৎ গেলে বা তার ছিঁড়লে ফোন করুন WBSEDCL, CESC-র নম্বরে! উদ্যোগ অরূপ বিশ্বাসের

Published on:

cesc

প্রীতি পোদ্দার, কলকাতা: ঘূর্ণিঝড় ডানার আতঙ্কে জুবুথুবু অবস্থা কলকাতাবাসীর। কারণ বড়সড় দুর্যোগের আশঙ্কা করছেন আবহবিদরা। ফিরে আসছে করোনাকালের সেই আমফান পরিস্থিতির কথা। তাই সেবারের ভয়ংকর পরিস্থিতির কথা মাথায় রেখেই এবার জোরকদমে প্রস্তুতি নিতে চলেছে পুলিশ-প্রশাসন। এর আগেও ঘূর্ণিঝড় পরিস্থিতিতে দিকে দিকে গাছ ভেঙে পড়া, বিদ্যুতের খুঁটি ভেঙে পড়া, তার ছিঁড়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে এলাকায় এলাকায়। যার ফলে মৃত্যুও হয়েছে অনেকের। তাই সেই পরিস্থিতি যাতে পুনরায় না ঘটে তাই আজ থেকেই কন্ট্রোল রুম খুলছে লালবাজার।

বিদ্যুৎ দফতর ও CESC-র সঙ্গে বৈঠক অরূপ বিশ্বাসের

নবান্ন সূত্রে জানা গিয়েছে আজ মধ্য রাতে বা আগামীকাল ভোরের দিকে ঘূর্ণিঝড় ডানা তাণ্ডব ঘটাবে। সেই সময়ে সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধায় পড়তে না হয়, তার জন্য বড় প্রস্তুতি নিচ্ছে কলকাতা পুলিশ, পুরসভা, NDRF। মোতায়েন করা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৪টি দলকে। তার সঙ্গে চলছে জোর কদমে মাইকিং প্রচার। এছাড়াও বিদ্যুৎ পরিষেবা নিয়েও বেশ তৎপর হয়ে উঠেছে বিদ্যুৎ দফতরও। সম্প্রতি বিদ্যুৎ দফতর ও CESC-র আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। এবং সেই বৈঠকে বিভিন্ন জেলার বিদ্যুৎ দফতরের আধিকারিকরাও ভিডিও কনফারেন্সে যোগ দেন।

চালু হল Helpline Number

এর আগে আমফানের সময় মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল বিদ্যুৎ পরিষেবা। সেই সময় বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে সময় লেগে গিয়েছিল ২-৩ দিন। তাই অতীতের শিক্ষা নিয়েই ইতিমধ্যেই কলকাতা-সহ প্রতিটি জেলায় পর্যাপ্ত কর্মী ও প্রয়োজনীয় সরঞ্জাম মজুত রাখার নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী। এছাড়াও সাধারণের জন্য হেল্প লাইন চালু করেছে WBSEDCL ও CESC । WBSEDCL-এর হেল্পলাইন নম্বর 89007-93503 ও 89007-93504 । CESC-র হেল্পলাইন নম্বর 033-3501-1912, 033-4403-1912, 18605001912 ও 1912 ।

আরও পড়ুনঃ DA আন্দোলনের জেরে শাস্তি শিক্ষিকাকে, হাইকোর্টে মুখ পুড়ল সরকারের! বড় রায় অমৃতা সিনহার

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় ‘ডানা’-র প্রভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। হাওয়া অফিসের তরফ থেকে জানা গিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ৩ দিন ধরে দুর্যোগের আশঙ্কা তৈরী হয়েছে। তাই প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে আজ থেকে শনিবার পর্যন্ত কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি-সহ ৯ জেলার সব স্কুল বন্ধ। বন্ধ থাকবে কলেজও।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥