হাওড়ার বিকল্প করার তোরজোড়, সাঁতরাগাছি স্টেশনে বদলে গেল প্ল্যাটফর্ম নম্বর

Published on:

Santragachi Station

প্রীতি পোদ্দার, কলকাতা: দক্ষিণপূর্ব রেলের হাওড়া-খড়গপুর এবং হাওড়া আমতা শাখার অন্যতম স্টেশন সাঁতরাগাছি (Santragachi Station)। তাই শালিমার পর এই গুরুত্বপূর্ণ স্টেশনকে আরও উন্নত করতে এবং যাত্রীদের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলতে একের পর এক উন্নয়নমূলক কাজ করেছে দক্ষিণ পূর্ব রেল। আর এই আমূল পরিবর্তনের মাঝেই স্টেশনের প্ল্যাটফর্ম নম্বরেও বেশ পরিবর্তন দেখা গেল।

নতুন রূপে সাঁতরাগাছি

হাওড়ার পর জেলার গুরুত্বপূর্ণ স্টেশন গুলির মধ্যে অন্যতম হল সাঁতরাগাছি রেল স্টেশন। তাই হাওড়া স্টেশনের উপর থেকে চাপ কমানোর জন্য সাঁতরাগাছি রেল ইয়ার্ডকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ পূর্ব রেল। সেই কারণে অনেক দিন ধরেই কাজ হচ্ছে এই স্টেশনে। আর এই কদিনের কাজে পুরো ভোলটাই বদলে গিয়েছে।

প্রায় এক লক্ষ বর্গমিটার পরিসরযুক্ত পাঁচতলা ভবন, পার্কিং লট এবং কোনা এক্সপ্রেসওয়েকে যুক্ত করে রীতিমত র‌্যাম্প তৈরি করা হয়েছে। আর সঙ্গেই বসানো হয়েছে নতুন লাইন, সিগনালিং ব্যবস্থাকে। আগের তুলনায় আরো বেশি যাত্রীদের সুযোগ সুবিধা থাকছে এই স্টেশনে।

পরিবর্তিত প্ল্যাটফর্ম নম্বর

তবে এই সাঁতরাগাছি স্টেশনের আমূল পরিবর্তনের মাঝে ফুট ওভারব্রিজ সহ বিভিন্ন দিক থেকে যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা। আর এই পরিবর্তনের মাঝেই সাতরাগাছি স্টেশনে নম্বর বলও পরিবর্তন করা হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, পুরনো ৪ নম্বর প্ল্যাটফর্ম পরিবর্তন হয়ে পরিণত হয়েছে ৬ নম্বরে। ৫ নম্বর প্ল্যাটফর্ম পরিবর্তন হয়ে ৭ নম্বরে এসে পড়েছে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

অন্যদিকে ৬ নম্বর প্লাটফর্ম হয়ে গেছে ৮ নম্বরে। তাই প্রথম প্রথম নিত্যযাত্রীদের কাছে এই সমস্যা গুরুতর হয়ে দাঁড়িয়েছে। তবে সেই পরিবর্তন আর কয়েকদিনের মধ্যেই অভ্যাসে পরিণত হয়ে যাবে বলে বিশ্বাস সকলের। তবে স্টেশনের এত পরিবর্তন হলেও এখনও যাত্রীদের অভিযোগ রয়েই গিয়েছে।

আরও পড়ুন: মঙ্গলেও প্রবল দুর্যোগের সংকেত বাংলায়, ভাসবে কোন কোন জেলা? আগামীকালের আবহাওয়া

রেলের একটা অংশের দাবি, গত ১৮ মে স্টেশনের কাজ শেষ হওয়ার পরেও নন-ইন্টারলকিং সিগন্যাল ব্যবস্থায় ত্রুটি থেকে গিয়েছে। অর্থাৎ নন-ইন্টারলকিং সিগন্যাল ব্যবস্থা সঠিক ভাবে কাজ না-করায় দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে মাঝে মধ্যেই। যার দরুন কবে সমস্যা মিটবে, সদুত্তর নেই দক্ষিণ-পূর্ব রেলের কাছেও। বাতিল করা হয়েছে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনও।

এছাড়াও অসংখ্য লোকাল-মেল-এক্সপ্রেস বাতিল। যেগুলো চলছে তা-ও অনির্দিষ্ট সময়ে চলছে। দেরির কোনও সীমাপরিসীমা নেই। যদিও রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, সাঁতরাগাছি রেল ইয়ার্ডে নন-ইন্টারলকিং সিগন্যালে কাজ চলার কারণেই ভোগান্তি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥