নিয়োগ দুর্নীতি কাণ্ডে ED-র ভূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট, পার্থর জামিনে কাঁটা হয়ে দাঁড়ালেন জামাই

Published on:

partha chatterjee

প্রীতি পোদ্দার, কলকাতা: ২০২২ সালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার হয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি (Partha Chatterjee)। এমনকি পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল নগদ কোটি কোটি টাকা। গ্রেপ্তার হয়েছিলেন অর্পিতাও। একাধিকবার জামিনের আর্জি জানিয়েছেন তিনি। কিন্তু আদালত বারংবার তা প্রত্যাখান করেন। অবশেষে দীর্ঘ সময় পর ED-র মামলায় জামিন মিলল তাঁর। ইতিমধ্যে জামিন মিলেছে পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার। কিন্তু জামিনের ক্ষেত্রে এবার ED-র ওপর ক্ষুব্ধ হল আদালত।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ED-র প্রতি ক্ষোভ প্রকাশ আদালতের

গত শুক্রবার অর্থাৎ ১৩ ডিসেম্বর পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুরের কথা জানা গেলেও, তা কার্যকর হবে ১ ফেব্রুয়ারি থেকে। কিন্তু তার আগেই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে, এবছরের মধ্যেই চার্জ গঠন সম্পূর্ণ করতে হবে নিম্ন আদালতকে। একই সঙ্গে জানানো হয়েছে, ফেব্রুয়ারির আগেই, জানুয়ারি মাসে ওই মামলার গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান নেওয়া সম্পন্ন করতে হবে। কথা ছিল, আজ অর্থাৎ বুধবার নিয়োগ দুর্নীতি মামলার চার্জ গঠন হবে। কিন্তু তা না হওয়ায় এদিন ইডির ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করল আদালত।

স্থগিত করা হল মামলার চার্জ গঠনের প্রক্রিয়া

নিয়োগ মামলায় ইতিমধ্যে জামিনে মুক্তি পেয়েছেন একাধিক অভিযুক্ত। কিন্তু এদিন চার্জ গঠনের সময় আদালতে তাঁদের অনেকেই উপস্থিত না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিচারক। এবং সেই সকল অভিযুক্তদের জামিনে মুক্তির সময়ে ED কোনো নোটিস না দেওয়ায় রেগে গেলেন বিচারক শুভেন্দু সাহা। ED কে বিচারক জানান নিজেদের দায়িত্ব ঠিকভাবে পালন করছে না তাঁরা। পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের জামাই এদিন আদালতে উপস্থিত না থাকায় রেগে গিয়ে বিচারক জানান, “হস্টেলের ছাত্রের মতো পরীক্ষার ১০ মিনিট আগেই ঘুম থেকে উঠে জামা, পেন নিয়ে পরীক্ষা কেন্দ্রে দৌড়লে হবে না!” তবে বিচারক আজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই যদি আদালতে উপস্থিত না হয় তাহলে জেলেই থাকতে হবে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। এর ফলে স্থগিত রাখা হয় মামলার চার্জ গঠনের প্রক্রিয়া।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আজকে আদালতে শুনানি চলাকালীন ভার্চুয়ালি উপস্থিত ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, শান্তনু বন্দ্যোপাধ্যায়, অয়ন শীলরা। মামলায় মোট অভিযুক্ত রয়েছেন ৫৪ জন। তবে আজ সম্পূর্ণ তথ্য না মেলায় আদালত সূত্রে জানা গিয়েছে, আগামী ২০ ডিসেম্বর দুপুর ২ টোয় মামলার চার্জ গঠনের প্রক্রিয়া ধার্য করেছেন বিচারক শুভেন্দু সাহা। ওই দিনই মামলার চার্জ গঠন হতে পারে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group