পেনশনভোগীরা পাবেনা বকেয়া DA? জানালেন যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ

Published on:

Updated on:

Government Employees

প্রীতি পোদ্দার, কলকাতা: দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে জয়ের মুখ দেখেছেন রাজ্য সরকারি কর্মীরা (Government Employees)। গত ১৬ মে রাজ্যের মহার্ঘভাতা সংক্রান্ত মামলায় সরকারী কর্মীদের পক্ষে থেকে বড় রায় দেয় সুপ্রিম কোর্ট। সরকারকে নির্দেশ দেওয়া হয় যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া DA-র আপাতত ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে। এবং ওই নির্দেশে এও বলা হয়েছিল যে, আদালতের নির্দেশের ছ’সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে ওই পরিমাণ বকেয়া মিটিয়ে দিতে হবে।

পেনশনাররা কী বকেয়া DA পাবে?

এদিকে DA-র বকেয়া অংশ প্রদানের ক্ষেত্রে বারংবার কয়েকটি প্রশ্ন সরকারি কর্মীদের মনে ভেসে আসছে। অনেকেই মনে করছেন এই মুহুর্তে কর্মরত সরকারি কর্মচারীরাই কি শুধুমাত্র বকেয়া ডিএ পাবেন? অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীরা বকেয়া ডিএ পাবেন না? এবার সেই নিয়ে জবাব দিল সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ।

ভাস্কর ঘোষ এদিন জানান, ‘রাজ্য সরকারের ডিএ যাঁরা পেয়েছেন, ২০০৯ সালের রোপার বকেয়া সকল সরকারি কর্মীদের জন্য আছে। অর্থাৎ সকল পেনশনভোগী, সকল স্তরের কর্মচারীকে সমস্ত পাওনা মিটিয়ে দিতে হবে সরকারকে। যদি রাজ্য সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বকেয়া ডিএ মিটিয়ে না দেয় তাহলে কড়া পদক্ষেপ নেওয়া হবে।”

কী বলছেন ভাস্কর ঘোষ?

এছাড়াও আহ্বায়ক ভাস্কর ঘোষ সমস্ত রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের উদ্দেশ্যে জানান, সুপ্রিম কোর্ট যে ২৫ শতাংশ বকেয়া DA মিটিয়ে দেওয়ার কথা রাজ্য সরকারকে জানিয়েছে, সেটা প্রশাসনের থেকে ছিনিয়ে নিতেই হবে। এবং তিনি আশা রাখছেন যে আগস্টে যখন ডিএ মামলার শুনানি হবে, তখন বাকি ৭৫ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতাও ঘোষণা করা হবে। এছাড়াও এই মহার্ঘ ভাতাও রাজ্য সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার কিনা, তা নিয়ে সুপ্রিম কোর্টে এক স্পষ্ট আলোচনাও করা হবে বলে তিনি জানিয়েছেন।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

দফতরে পাঠানো হয়েছে চিঠি

এমতাবস্থায় সম্প্রতি রাজ্যের অর্থ দফতর ইতিমধ্যেই জানতে চেয়েছে যে, রাজ্যের সমস্ত দফতরে কত জন মহার্ঘভাতা প্রাপক রয়েছেন। অর্থাৎ সব দফতরকে পৃথক ভাবে DA প্রাপকদের সংখ্যা জানাতে বলা হয়েছে। সেক্ষেত্রে বর্তমানে কর্মরত কত জন ডিএ পাওয়ার যোগ্য, কত জন অবসরপ্রাপ্ত কর্মী ওই ডিএ পাওয়ার আওতাভুক্ত, তা-ও সমস্ত সরকারি দফতরকে জানাতে হবে বলে ঘোষণা করা হয়েছে। আর এই পদক্ষেপ দেখে বোঝা যাচ্ছে যে, বকেয়ার অংশ মিটিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে নবান্ন।

আরও পড়ুন: বিয়ে হোক কিংবা তীর্থযাত্রা, ঘরে বসেই বুক করতে পারবেন গোটা কোচ, ট্রেন! জানুন সহজ পদ্ধতি

অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ছয় সপ্তাহের মধ্যে ২৫ শতাংশ বকেয়া DA মিটিয়ে দেওয়ার জন্য মুখ্যসচিব, অর্থসচিব এবং স্কুলশিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারিকে চিঠি দেওয়া হয়েছে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের তরফে। এই চিঠির মাধ্যমে সংগঠনের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী জানিয়েছেন, দ্রুত যেন বকেয়া DA এর ২৫ শতাংশ মিটিয়ে দেওয়া হয়।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥