মাত্র ৮০০ টাকায় হাওড়া থেকে মুম্বই! নয়া অমৃত ভারত চালাবে রেল, জানুন রুট ও সময়

Published on:

Amrit Bharat Express

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতীয় রেল যা লক্ষ লক্ষ যাত্রীদের প্রধান ভরসা। আর এবার ইতিহাসের পাতায় এক নতুন অধ্যায় লিখেছে ভারতীয় রেল। হাওড়া থেকে মুম্বাইয়ের পথ যাত্রা শুরু করছে অমৃত ভারত এক্সপ্রেস (Amrit Bharat Express)। মূলত নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত যাত্রীদের কথা মাথায় রেখেই চালু করা হয়েছে এই ট্রেন, যেখানে থাকবে উচ্চমানের পরিষেবা এবং ভাড়া থাকবে সাধারণ মানুষের নাগালের মধ্যে।

কোন পথ দিয়ে যাবে হাওড়া-মুম্বাই অমৃত ভারত এক্সপ্রেস?

সূত্রের খবর, এই ট্রেনটি হাওড়া থেকে যাত্রা শুরু করে নাগপুর, ওয়ার্ধা জংশন হয়ে পৌঁছোবে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাসে। এই রুটের মোট যাত্রাপথ 1968 কিলোমিটার এবং ট্রেনটি এই দীর্ঘ যাত্রাপথ পেরোতে সময় নেবে 31 ঘণ্টা।

কোথায় কোথায় থামবে ট্রেনটি?

এখনও পর্যন্ত যা খবর, এই এক্সপ্রেস ট্রেনটির মতো 23টি হল্ট রয়েছে। আর সেই তালিকায় রয়েছে- হাওড়া, খড়গপুর, টাটানগর, চক্রধরপুর, রাউরকেল্লা, ঝাড়সুগুড়া, রায়গড়, বিলাসপুর, রায়পুর, দুর্গ, রাজনন্দগাঁও, গণ্ডিয়া, ভান্ডারা রোড, নাগপুর, ওয়ার্ধা জংশন, বাদনেড়া, আকোলা, শেগাঁও, মালকাপুর, ভুসাবল, জলগাঁও, নাসিক রোড, কল্যাণ এবং দাদর সেন্ট্রাল।

এক নজরে দেখুন সময়সূচী

সূত্র বলছে, হাওড়া থেকে প্রতি সপ্তাহে দুদিন ছাড়বে এই অমৃত ভারত এক্সপ্রেস। হাওড়া থেকে সকাল 6 টায় ট্রেনটি ছাড়বে এবং পরদিন ঠিক দুপুর 1 টায় মুম্বাইয়ে পৌঁছোবে। অন্যদিকে মুম্বাই থেকে হাওড়া ফেরার ট্রেনটি বিকাল 4 টায় রওনা দেবে এবং পরদিন রাত 11 টায় হাওড়ায় পৌঁছোবে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

 

তবে জানিয়ে রাখি, ট্রেনটির সর্বোচ্চ গতি হবে ঘন্টায় 130 কিলোমিটার। আর এর মাধ্যমে সাধারণ যাত্রীরা দ্রুত গতির ট্রেনে সাশ্রয়ী মূল্যে ভ্রমণ করতে পারবে, যা সাধারণ এক্সপ্রেস ট্রেনের তুলনায় সেরা অভিজ্ঞতা দেবে।

টিকিটের দাম কত হতে পারে?

সূত্র বলছে, এই ট্রেনে থাকবে স্লিপার এবং জেনারেল ক্লাসের কোচ। হাওড়া থেকে মুম্বাই পর্যন্ত স্লিপার ক্লাসে ভ্রমণের জন্য এই ট্রেনে ভাড়া পড়বে 800 টাকা, যা সাধারণ মানুষের জন্য নাগালের মধ্যেই।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥