ভাঁড়ারে টান, স্বাস্থ্যসাথী প্রকল্পে ভাতার পরিমাণ দুইগুণ কমাল পশ্চিমবঙ্গ সরকার

Updated on:

swasthya sathi scheme

প্রীতি পোদ্দার, কলকাতা: স্বাস্থ্য পরিষেবাকে সকলের কাছে সমান ভাবে তুলে ধরার জন্য একের পর এক নানা উদ্যোগ নিয়ে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। যার অন্যতম উদাহরণ হল ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্প।

WhatsApp Community Join Now

২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারি রাজ্য মন্ত্রিসভার অধিবেশনে গৃহীত হয় এই সরকারী প্রকল্প এবং। যদিও এই প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা হয় পরে। স্বাস্থ্য সাথী প্রকল্পের উদ্দেশ্য হল রাজ্যের সমস্ত সাধারণ মানুষকে নিখরচায় সরকারি এবং প্রকল্পের আওতাভুক্ত সমস্ত বেসরকারি হাসপাতাল থেকে ন্যূনতম স্বাস্থ্য পরিষেবা দেওয়া। কিন্তু এই আবহে এবার রাজ্য সরকার স্বাস্থ্য সাথী প্রকল্প সংক্রান্ত এক বড় সিদ্ধান্ত নিল। একধাক্কায় কমিয়ে দেওয়া হল রোগীর পরিবহন ভাতা।

পরিবহন ভাতা অর্ধেক করে দিল রাজ্য সরকার

এতদিন যাবৎ রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পে রোগীদের বাড়ি ফেরৎ নিয়ে যাওয়ার সময় ৬০০ টাকা করে পরিবহন ভাতা হিসেবে দেওয়া হত। তখন অবশ্য এই সরকারী প্রকল্প চালায় বেসরকারি সংস্থা। এবং রাজ্য সরকার তাদের প্রিমিয়াম দিত। কিন্তু কিছু কারণবশত গত বছর জুলাই থেকে সেই বেসরকারি সংস্থা স্বাস্থ্যসাথী প্রকল্প চালানোর দায়িত্ব থেকে সরে আসে। আর তখন থেকেই সরাসরি প্রকল্প চালানো শুরু করে রাজ্য সরকার। আর তারপরেই রোগীদের পরিবহন ভাতা অর্ধেক করে দিল রাজ্য সরকার। কিন্তু তবুও রোগীদের হাতে পৌঁছচ্ছে মাত্র ২০০ টাকা।

রোগীদের হাতে আসছে মাত্র ২০০ টাকা

জানা গিয়েছে বেসরকারি সংস্থা স্বাস্থ্য সাথী প্রকল্পের দায়িত্ব ছাড়ার পরেই কিছুদিনের মধ্যেই রাজ্য সরকার প্রকল্পের পরিবহন ভাতা ৬০০ টাকা থেকে কমিয়ে ৪০০ টাকা করে দেয়। কিন্তু তার মধ্যেও ২০০ টাকা প্রশাসনিক খরচ হিসাবে কেটে নেওয়া হয় বলে জানিয়ে দেওয়া হয়। এমনই বিজ্ঞপ্তি জারি করল স্বাস্থভবন। যার ফলে এখন থেকে রোগীদের হাতে আসছে মাত্র ২০০ টাকা। বিগত কয়েকদিন ধরে স্বাস্থ্যসাথী প্রকল্পে এই ভাতা নিয়ে নানা দুর্নীতির প্রসঙ্গ উঠে আসছিল। একের পর এক হাসপাতাল থেকে উঠে আসছিল নানা অভিযোগ। এবার রাজ্য সরকারের পরিবহন ভাতা সংক্রান্ত সিদ্ধান্তে তাই ফের প্রশ্ন উঠছে আর্থিক তছরুপের অভিযোগ নিয়ে।

সঙ্গে থাকুন ➥
X