Indiahood-nabobarsho

এবারের উচ্চ মাধ্যমিকে দুরন্ত সাফল্য! প্রথম বর্ধমানের রুপনারায়ণ, দেখুন মেধাতালিকা

Published on:

HS Result 2025

প্রীতি পোদ্দার, কলকাতা: মাধ্যমিকের পর এবার প্রকাশিত হল চলতি বছরের উচ্চ মাধ্যমিকের (HS Result 2025) ফলাফল। পরীক্ষা শেষের ৫০ দিনের মাথায় অবশেষে প্রকাশিত হল রেজাল্ট। গত ৩ মার্চ থেকে শুরু হয়েছিল ২০২৫ সালের উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। যা শেষ হয়েছিল ১৮ মার্চ। সেই সূত্রে অনেকেই আন্দাজ করেছিল যে আগামী ১৫ ই মে-এর মধ্যেই ফলাফল প্রকাশিত হবে, তবে তার আগেই আজ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশ করল ফলাফল।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ছেলেদের পাশের হারও এগিয়ে!

শিক্ষা সংসদের তরফ থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে এবছর পরীক্ষা দিয়েছে ৪ লক্ষ ৭৩ হাজার ৯১৯ জন। যার মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪ লক্ষ ৩০ হাজার ২৮৬ জন। যা গত বারের তুলনায় অনেকটাই বেশি। ২০২৪-এ যেখানে পাশের হার ছিল ৯০ শতাংশ, ২০২৫ এ সেটি বেড়ে হয়েছে ৯০.৭৯ শতাংশ। অন্যদিকে ছাত্রদের পাশের হার ৯২.৩ শতাংশ এবং ছাত্রীদের পাশের হার ৮৮.১৩ শতাংশ। এবছর উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় প্রথম দশে রয়েছে ৭২ জনের নাম। যার মধ্যে চারজন কলকাতা থেকে উঠে এসেছে। সংসদের তরফে জানা গিয়েছে, করোনা পিরিয়ড বাদ দিয়ে গত ১০ বছরে রাজ্যে এবছর সেরা ফল হয়েছে উচ্চ মাধ্যমিকে। একনজরে দেখে নেওয়া যাক চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার মেধাতালিকাগুলি।

প্রথম দ্বিতীয় এবং তৃতীয় কে?

উচ্চ মাধ্যমিকের প্রকাশিত ফলাফলের তালিকা সূত্রে জানা গিয়েছে চলতি বছর ৫০০ এর মধ্যে ৪৯৭ নম্বর পেয়ে প্রথম হয়েছে পূর্ব বর্ধমানের রূপায়ণ পাল। শতাংশের হিসাবে সে পেয়েছে ৯৯.৪।অন্যদিকে দ্বিতীয় স্থানে রয়েছে কোচবিহারের তুষার দেবনাথ। তার প্রাপ্ত নম্বর ৪৯৬। এবং তৃতীয় স্থানে রয়েছে আরামবাগের রাজর্ষি অধিকারী, সে পেয়েছে ৪৯৫। পাশাপাশি বাঁকুড়ার সৃজিতা ঘোষাল রয়েছে চতুর্থ স্থানে। তার প্রাপ্ত নম্বর ৪৯৪। পঞ্চম স্থানাধিকারী হয়েছেন ৬ জন। যেখানে প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৪৯৩। প্রথম দশে এ বছর হুগলি থেকে সবচেয়ে বেশি পড়ুয়া উঠে এসেছিল। জানা গিয়েছে মেধা তালিকার প্রায় ১৪ জন পড়ুয়া হুগলির।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এছাড়াও উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন ৮ জন। প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৪৯২ এবং শতাংশের ভিত্তিতে রয়েছে ৯৮.৪। আর এই ষষ্ঠ স্থানে রয়েছে হুগলি, বীরভূম, পূর্ব বর্ধমান, বীরভূম, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া রয়েছে। সপ্তম স্থানে রয়েছে ১১ জনের নাম। প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৪৯১। আর এই তালিকায় রয়েছে আলিপুরদুয়ার, হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, কোচবিহার, পূর্ব মেদিনীপুর, জলপাইগুড়ি। অন্যদিকে অষ্টম স্থানে রয়েছে ১৬ জন। প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৪৯০। এবং টাকি হাউস মাল্টিপারপাস স্কুল ফর বয়েজ়ের সৌনক বন্দ্যোপাধ্যায় এবং বেথুন কলেজিয়েট স্কুলের সৃজিতা দত্ত নবম স্থানে রয়েছে। তাদের প্রাপ্ত নম্বর ৪৮৯।

কোন বিভাগে কত পাশের হার?

জানা গিয়েছে বিজ্ঞান বিভাগে পাশ করেছেন ৮৮ হাজার ২২ জন , পাশের হার ৯৯.৪৬ শতাংশ। বাণিজ্য বিভাগে ৩০ হাজার ৮৮৭ জন বিভাগে পাশ করেছেন, পাশের হার ৯৭.৫২ শতাংশ। এছাড়াও কলা বিভাগে পাশ করেছেন ৩ লক্ষ ৬১ হাজার ১০ জন, পাশের হার ৮৮.২৫ শতাংশ। আগামিক অর্থাৎ ৮ মে সকাল ১০টা থেকে প্রত্যেক পরীক্ষার্থী তার নিজেদের স্কুল থেকেই সংগ্রহ করতে পারবে মার্কশিট। অন্যদিকে আগামীকাল রাত ১২টা থেকে স্ক্রুটিনি ও রিভিউর জন্য আবেদন করা যাবে। যা চলবে আগামী ১১ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

আরও পড়ুনঃ ‘তারিখ পে তারিখ’, ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল DA মামলা! পরবর্তী শুনানি কবে?

অন্যদিকে পরের বছর অর্থাৎ ২০২৬ সাল থেকে সিমেস্টার পদ্ধতিতে বছরে দু’বার করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। এবং তৃতীয় সেমেস্টার শুরু হবে চলতি বছরের ৮ সেপ্টেম্বর থেকে। যা শেষ হবে ২২ সেপ্টেম্বর এবং চতুর্থ সেমেস্টার ২০২৬-এর ১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group