কমল গরমের ছুটি, বাড়ল পুজোয়, ২০২৫ সালে স্কুলের হলিডে লিস্ট প্রকাশ করল শিক্ষা পর্ষদ

Published on:

holiday list 2025

প্রীতি পোদ্দার, কলকাতা: হাতে মাত্র আর কয়েকটা দিন। তারপর দেখতে দেখতে চলে আসবে নতুন বছর। নতুন বছরকে আগমন জানানো হবে মহাসমারোহে। আর নতুন বছর আসতে না আসতেই প্রকাশিত হয়ে গেল ২০২৫ এর প্রাথমিক স্কুলের ছুটির তালিকা। তাই আর দেরি না করে চটপট আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নিন বিস্তারিত।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ছুটির তালিকা প্রকাশ

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে একটি বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে, ২০২৫ সালে প্রাথমিক স্কুলে সবমিলিয়ে মোট ৬৫ দিন ছুটি থাকছে। ১ জানুয়ারি থেকে ১৫ এপ্রিলের মধ্যে ছুটির সংখ্যা হল ১৪। এরপর আবার ১৬ এপ্রিল থেকে ৭ আগস্ট পর্যন্ত গরমের ছুটি নিয়ে মোট ১৪ দিন স্কুল ছুটি থাকবে। এরপর ৮ আগস্ট থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৩৭ দিন ছুটি দেওয়া হয়েছে। এছাড়া পুজোর জন্য ২৫ দিন ছুটি দেওয়া হয়েছে। যার মধ্যে দুর্গাপুজো, কোজাগরী লক্ষ্মীপুজো, কালীপুজো এবং ভাইফোঁটা রয়েছে। গত বছর পুজোয় ছুটির সংখ্যা ছিল ১৫ দিন। এবার সেই ছুটি টানা ২৫ দিনে পরিণত হয়েছে।

প্রথম দ্বিতীয় পর্যায়ে ছুটির তালিকা

প্রথম পর্যায়ের ছুটিগুলির মধ্যে পড়ছে ইংরেজি নববর্ষ, স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী, মকর সংক্রান্তি, নেতাজি জন্ম জয়ন্তী, প্রজাতন্ত্র দিবস, সরস্বতী পূজা, ঠাকুর পঞ্চানন বর্মা জন্ম জয়ন্তী, সবেবরাত, মাতৃভাষা দিবস, শিবরাত্রি, দোলযাত্রা, শ্রী হরিচাঁদ ঠাকুর জন্মজয়ন্তী, ইদ উল ফিতর, রামনবমী, মহাবীর জয়ন্তী, চৈত্র সংক্রান্তি, বাংলা নববর্ষ। দ্বিতীয় পর্যায়ে রয়েছে গুড ফ্রাইডে, মে দিবস, গ্রীষ্মবকাশ, রবীন্দ্রনাথ জন্মজয়ন্তী, বুদ্ধ পূর্ণিমা, কাজী নজরুল ইসলাম জন্মজয়ন্তী, বকর ইদ, রথযাত্রা, মহরম, আচার্য প্রফুল্লচন্দ্র রায় জন্মজয়ন্তী।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

তৃতীয় পর্যায়ে ছুটির তালিকা

তৃতীয় পর্যায়ে রয়েছে রাখী পূর্ণিমা, শহীদ দিবস, স্বাধীনতা দিবস, জন্মাষ্টমী, শিক্ষক দিবস, ফতেয়া দোহাজ দাহাম, বিশ্বকর্মা পুজো, মহালয়া, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মজয়ন্তী, পূজাবকাশ, গান্ধী জন্মজয়ন্তী, ছট পূজা, জগদ্ধাত্রী পূজা, গুরু নানক জন্মজয়ন্তী, শিশুদিবস, বিরসা মুন্ডা জন্মজয়ন্তী, বড়দিন। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী প্রাথমিক স্কুলের ছুটি প্রসঙ্গে জানিয়েছেন যে, “পুজোর ছুটিতে প্রাথমিক স্কুল বন্ধ থাকা ও হাইস্কুল খোলা থাকার বৈষম্য আমরা বারবার তুলে ধরেছি। এবার সেই অসঙ্গতি দূর হয়েছে। তবে গরমে লম্বা ছুটির পরিবর্তে সকালবেলা মর্নিং স্কুল চালু করা উচিত শিক্ষা দফতরের। এতে পড়াশোনার ক্ষতি কম হবে।”

এদিকে ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে গরমের ছুটির দিন সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২৪ সালে যেখানে গ্রীষ্মাবকাশ ছিল ১৯ দিন, সেখানে ২০২৫ সালের তালিকায় সেই সংখ্যা নেমে দাঁড়িয়েছে মাত্র ৯ দিনে। ২ মে থেকে গরমের ছুটি শুরু হবে। চলবে ১২ মে পর্যন্ত। যদিও গরমকালে রাজ্যের তাপমাত্রার বাড়বাড়ন্তে ছুটি বাড়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন শিক্ষাবিদরা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group