প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে বাজল পরীক্ষার নির্ঘণ্ট। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে ঘোষণা করা হল তৃতীয় সেমিস্টারের পরীক্ষার রুটিন। গত বছর থেকেই সেমিস্টার পদ্ধতি চালু হয়েছিল একাদশে। এবারই প্রথম বছরে দু’বার উচ্চমাধ্যমিক পরীক্ষা হচ্ছে। তাই গোটা প্রসেসটাই সম্পূর্ণ স্বচ্ছতা মেনেই করা হচ্ছে।
কবে থেকে শুরু পরীক্ষা?
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দেওয়া তথ্য অনুযায়ী ২০২৫ সালের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা শুরু হতে চলেছে ৮ সেপ্টেম্বর এবং শেষ হবে ২২ সেপ্টেম্বর। আর উল্লেখযোগ্য বিষয় হল এই গোটা পরীক্ষাটি হতে চলেছে OMR শিটে। এক নজরে জেনে নেওয়া যাক পরীক্ষার সময়সূচি সম্পর্কে। ৮ সেপ্টেম্বর, ২০২৫, সোমবার প্রথম ভাষা, ৯ সেপ্টেম্বর, ২০২৫, মঙ্গলবার বৃত্তিমূলক বিষয়, ১০ সেপ্টেম্বর, ২০২৫, বুধবার দ্বিতীয় ভাষা।
১১ সেপ্টেম্বর, ২০২৫, বৃহস্পতিবার অর্থনীতি, নৃতত্ত্ব, স্বাস্থ্য বিজ্ঞান, অ্যাপ্লায়েড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ১২ সেপ্টেম্বর, ২০২৫, শুক্রবার, পদার্থবিদ্যা, পুষ্টিবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, অ্যাকাউন্টেন্সি পরীক্ষা হবে।
কবে কোন দিন পরীক্ষা?
এছাড়াও নির্দেশিকা অনুযায়ী ১৩ সেপ্টেম্বর, ২০২৫, শনিবার কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, পরিবেশবিদ্যা, স্বাস্থ্য ও শারীরশিক্ষা, ভিজ্যুয়াল আর্ট, সঙ্গীত।১৫ সেপ্টেম্বর, ২০২৫, সোমবার রাশিবিজ্ঞান, মনোবিজ্ঞান, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং, ইতিহাস। ১৬ সেপ্টেম্বর, ২০২৫, মঙ্গলবার রসায়ন, ভূগোল, হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট, বিজনেস স্টাডিজ। ১৮ সেপ্টেম্বর, ২০২৫, বৃহস্পতিবার দর্শন এবং ১৯ সেপ্টেম্বর, ২০২৫, শুক্রবার গণিত, কৃষিবিজ্ঞান, সাংবাদিকতা ও গণজ্ঞাপন, ফারসি, আরবি, সংস্কৃত পরীক্ষা রয়েছে।
উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার পরীক্ষার সময়সূচি
এছাড়াও ২০ সেপ্টেম্বর, ২০২৫, শনিবার সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, সমাজবিজ্ঞান এবং ২২ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন পরীক্ষা রয়েছে। সবকটি পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত চলবে। তবে ভিজ্যুয়াল আর্টস, সঙ্গীত এবং বৃত্তিমূলক বিষয়গুলির জন্য সময় সকাল ১০টা থেকে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত ধার্য করা হয়েছে।
এছাড়াও এই পরীক্ষায় বেশ কিছু নিয়মও ধার্য করেছে সাংসদ। জানা গিয়েছে একমাত্র বৈধ অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেই ঢুকতে দেওয়া হবে পরীক্ষাকেন্দ্রে।
আরও পড়ুন: ডায়মন্ড হারবার ও বারাসত শাখায় আরও ৫ লোকাল ট্রেন, সময়সূচি দিল পূর্ব রেল
সংসদের জারি করা নিয়মাবলী
এছাড়াও পরীক্ষার্থীরা সঙ্গে রাখা পারবে কালো বা নীল রঙের বল পেন। পেন্সিল, ইরেজ়ার, স্বচ্ছ পেন্সিল বক্স, স্বচ্ছ জলের বোতল, স্বচ্ছ ক্লিপ বোর্ডও। প্লাস্টিক, ক্যালকুলেটর, পেন ড্রাইভ, কাগজ, রাইটিং প্যাড, মোবাইল ফোন, ব্লুটুথ ইয়ার ফোন, সানগ্লাস, স্মার্ট ওয়াচ কোনও ইলেক্ট্রনিক গ্যাজেট পরীক্ষা কেন্দ্রে নিয়ে ঢোকা যাবে না।
পরীক্ষা শুরুর অন্তত এক ঘণ্টা আগে প্রত্যেক পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হবে। অভিভাবকরা পরীক্ষাকেন্দ্রের মূল দরজা পর্যন্তই থাকতে পারবেন। যদি কোনও পরীক্ষার্থী শারীরিকভাবে অসুস্থ হয় তাহলে তাকে আলাদা ঘরে বসার জায়গা করে দেওয়া হবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |