‘রাজ্যের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত’, সরকারের উপর চরম ক্ষুব্ধ হাইকোর্টের প্রধান বিচারপতি

Published:

chief justice slams mamata banerjee govt regarding district level court developement
Follow

পার্থ সারথি মান্না, কলকাতাঃ ছোটখাটো সমস্যা থেকে বড় ঝামেলা সমাধানের জন্য আজও আইনি পথেই ভরসা রাখেন মানুষ। এর জন্য জেলা আদালত থেকে শুরু করে হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট পর্যন্ত রয়েছে। কিন্তু এবার জানা যাচ্ছে বিচারকেরাই নাকি অবহেলিত অবস্থায় রয়ে গিয়েছেন। জেলা আদালতগুলোতে না আছে কর্মী না আছে বিচারকদের বসার ঘর। রাজ্যের আদালতের প্রতি এমন বঞ্চনার বিরুদ্ধে এবার সরব হলেন খোদ বিচারপতি।

‘রাজ্যের বিরুদ্ধে যুদ্ধে নামতে প্রস্তুত’ বিস্ফোরক বিচারপতি

রাজ্যের নিম্ন আদালতগুলোতে পরিকাঠামোগত উন্নয়নের প্রয়োজন থাকলেও টাকা দিচ্ছে না সরকার। এবার সেই নিয়েই এজলাসে ক্ষোভ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। এদিন ক্ষুদ্ধ হয়ে তিনি জানান, আর কয়েক মাস প্রধান বিচারপতি পদে আছি। তার মধ্যে যদি রাজ্য কোনো পদক্ষেপ না করে থালে রাজ্যের সাথে যুদ্ধ করতেও আমি প্রস্তুত!’

এদিন ট্রাম সংক্রান্ত মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। সেই সময়েই আদালতগুলির পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে বিচারপতি জানান, আদালতে কর্মী নেই, চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগ করে কাজ চালানো হচ্ছে। বার অ্যাসোসিয়েশনের ঘর নেই, বিচারকদের বসার জায়গা পর্যন্ত নেই। রাজ্যের ১১টি জেলা আদালতের তরফ থেকেই এমন অভিযোগ এসেছে। এরপরেই ক্ষোভ প্রকাশ করে প্রয়োজনে রাজ্যের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার জন্যও প্রস্তুত বলে জানান বিচারপতি।

আরও পড়ুনঃ টানা ৪ দিন বন্ধ থাকতে পারে মেট্রো পরিষেবা, জমা পড়ল প্রস্তাব! দেখে নিন দিনক্ষণ

আগেও আদালতে তীব্র ভর্ৎসনার সম্মুখীন হয়েছিল রাজ্য

আদালতের বেহাল দশা নিয়ে এই প্রথমবার সরব হননি বিচারপতি। এর আগেও একবার অস্থায়ী কর্মী নিয়োগের ব্যাপারে রাজ্যকে ভর্ৎসনা করেছিল আদালত। তবে এরপরেও পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। তাই এবার আদালতের পরিকাঠামো প্রসঙ্গ উঠতেই ক্ষুদ্ধ হয়ে যান বিচারপতি। যদিও এই ব্যাপারে সরকারের তরফ থেকে এপর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join