সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে ডিএ মামলার আন্দোলন (WB DA Case) নতুন কিছু নয়। রাজনীতির হাওয়া এমনিতেই গরম। আর ঠিক এরই মধ্যে সুপ্রিম কোর্টের রায়কে কেন্দ্র করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খুলে বসলেন। তবে কোনও কড়া প্রতিক্রিয়া না জানিয়ে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিলেন, বিচারাধীন বিষয়ে তিনি প্রকাশ্যে কিছু বলবেন না।
বিমানবন্দর থেকেই বার্তা
প্রসঙ্গত, সোমবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হয় ডিএ মামলা নিয়ে। আর সাংবাদিকদের মুখোমুখি পরে তিনি বলেন, কোর্টের কেসে আমি কিছু বলবো না। যা করব, আইনত করব। আর এটুকু বলেই তিনি আর কোনও মন্তব্য না করে বিমানবন্দরের অন্দরে প্রবেশ করেন।
সুপ্রিম কোর্ট কী বলেছে?
গত শুক্রবার, 16 মে ঐতিহাসিক রায় দেয় দেশের শীর্ষ আদালত। রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে, সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ্য ভাতার অন্তত 25 শতাংশ আগামী চার সপ্তাহের মধ্যেই যেন মিটিয়ে দেওয়া হয়। আর বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চ এই রায় দিয়েছিল।
তাদের মতে, হাইকোর্ট যে পর্যবেক্ষণ করেছে তাতে কোনোরকম ভুল নেই। এমনকি সব পক্ষকেই আগামী চার সপ্তাহের মধ্যে লিখিত বক্তব্য জমা দিতে বলা হয়েছে। আর মামলার পরবর্তী শুনানি হবে আগামী 4 আগস্ট, এমনটাই জানা যাচ্ছে।
আরও পড়ুনঃ বালোচিস্তানে এবার পাকিস্তানি সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা! মৃত একাধিক জওয়ান
প্রসঙ্গত জানিয়ে রাখি, বছরের পর বছর ধরে রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে মহার্ঘ্য ভাতা এবং বকেয়া পাওয়ার দাবি জানিয়ে আসছিল। অবশেষে 2022 সালের মে মাসে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে, রাজ্যকে কেন্দ্রীয় হারে মহার্ঘ্য ভাতা দিতে হবে।
তবে সেই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আপিল করেছিল। বহুবার মামলার শুনানি পিছিয়েছিল। আর দীর্ঘ টানাপোড়নের পর অবশেষে 2025 সালের 16 মে দেশের শীর্ষ আদালত সাফ জানিয়ে দেয় যে, এই দাবি ন্যায্য এবং আপাতত 25 শতাংশ বকেয়া ডিএ আগামী চার সপ্তাহের মধ্যে মেটাতে হবে।