আগামী সেপ্টেম্বরের মধ্যেই শেষ হবে চিংড়িঘাটা মেট্রোর কাজ! হাইকোর্টে জানাল RVNL

Published on:

Chingrighata Metro New update Calcutta High Court disposes case

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চিংড়িঘাটার মেট্রো প্রকল্পের (Chingrighata Metro) কাজের জন্য আগামী নভেম্বরের দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে ট্রাফিক ব্লকের প্রস্তাব দিয়েছিল রাজ্য সরকার। এবার তা নিয়েই কলকাতা হাইকোর্টে নির্মাণ সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড জানাল, রাজ্যের কথা মতো নভেম্বরে ট্রাফিক ব্লক হয়ে গেলে 2026 সালের সেপ্টেম্বর মাসের মধ্যে বেলেঘাটা থেকে আইটি সেন্টার পর্যন্ত মেট্রো সম্প্রসারণের কাজ শেষ করা যাবে বলেই আশা করা যায়। এমন বক্তব্য শোনার পরই মামলা নিষ্পত্তি করল উচ্চ আদালতের বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে এর ডিভিশন বেঞ্চ।

নতুন করে আর চিংড়িঘাটা মেট্রো প্রকল্পে ঢুকতে চায় না আদালত

চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পের কাজ নিয়ে দীর্ঘ আলোচনা চলেছে এবং সেই আলোচনার মধ্যে থেকেই অবশেষে সমাধানে আসা গিয়েছে। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এমনটাই জানিয়েছে সংশ্লিষ্ট সব পক্ষ। আনন্দবাজারের রিপোর্ট অনুযায়ী, নির্মাণ সংস্থা রেল বিকাশ নিগমের তরফে আগামী সেপ্টেম্বরের মধ্যে বেলেঘাটা থেকে আইটি সেন্টার পর্যন্ত মেট্রো প্রকল্প সম্প্রসারণ নিয়ে আত্মবিশ্বাসী সুর শুনেই মামলার নিষ্পত্তি করে দেয় আদালত। সেই সাথে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানায়, মেট্রো প্রকল্পের কাজ নিয়ে যেহেতু সমস্যা মিটে গিয়েছে, তাই নতুন করে আর এই বিষয়টিতে ঢুকতে চায় না আদালত।

বৈঠকের পরই কাটল জট

বেশ কিছু জটিলতার কারণে চিংড়িঘাটার কাছে 366 মিটার মেট্রোর কাজ আটকে ছিল। মেট্রো সম্প্রসারণে ওই জট কাটাতে রাজ্য সরকার, কলকাতার নগরোন্নয়ন পর্ষদ, পুলিশ, মেট্রো রেল এবং নির্মাণকারী সংস্থা রেলওয়ে বিকাশ নিগমকে বৈঠকে বসার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। ওই নির্দেশে বলা হয়, জনগণের কথা মাথায় রেখে মেট্রো। তাই বৈঠকের মধ্যে দিয়ে যাতে সমস্যার সমাধানের পথ বের করা যায় সেটাই করতে হবে। আদালতের নির্দেশ মেনেই গত 9 সেপ্টেম্বর সব পক্ষের বৈঠক হয়। আর তারপরই কাটল চিংড়িঘাটার মেট্রো প্রকল্পের জট।

অবশ্যই পড়ুন: দাঁড়াতে হবে না লাইনে! ঘরে বসেই আপডেট করা যাবে আধার কার্ড, লঞ্চ হচ্ছে e-Aadhaar

নভেম্বরই শুরু হবে কাজ

বেশ কয়েকটি বিশ্বস্ত সূত্রের দাবি, গত 9 সেপ্টেম্বরের বৈঠকে নাকি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দুর্গাপুজো সহ উৎসবের মরসুম শেষ হলেই আগামী নভেম্বরের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে ট্রাফিক ব্লকের কাজ শুরু হতে পারে। জানা যায়, নভেম্বরের সপ্তাহগুলিতে মূলত শুক্র, শনি এবং রবিবার চিংড়িঘাটা মোড়ে ট্রাফিক ব্লক করা হবে। এই সময় 366 মিটারের অসমাপ্ত কাজ শেষ করার পরিকল্পনা নিয়েছে রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড। তাই এই বিশেষ দিনে রাস্তায় থাকা গাড়িগুলিকে বিকল্প পথে ঘোরানো হবে। তাছাড়াও বাকি পরিকল্পনা সময়ের সাথে সাথে প্রকাশ্যে আনার কথা জানিয়েছে মেট্রো রেলের একটি সূত্র।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥