অবশেষে সুখবর, সল্টলেক-চিংড়িঘাটা লাইনে গড়াল চাকা, নিউ গড়িয়া থেকে মেট্রো পরিষেবা কবে?

Published on:

chingrighata to salt lake sector v metro line trolly inspection

পার্থ সারথি মান্না, কলকাতাঃ প্রতিদিন যারা কলকাতা যাতায়াত করেন তারা জানেন মেট্রো (Kolkata Metro) কতটা গুরুত্বপূর্ণ। রাস্তার জ্যাম এড়িয়ে ঝটপট গন্তব্যে পৌঁছাতে হলে মেট্রো যেমন সময় বাঁচায় তেমনি খরচও কম। তাই শহরের সর্বত্র মেট্রো পরিষেবা চালু করার জন্য দিনরাত কাজ করে চলেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। আর এবার চিংড়িঘাটা থেকে সল্টলেক পর্যন্ত মেট্রো নিয়ে এল সুখবর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

চিংড়িঘাটা-সেক্টর ফাইভ লাইনে ট্রলি ইনস্পেকশন

এতদিন নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হিল। তবে আজ অর্থাৎ শনিবারেই নিউ গড়িয়া এয়ারপোর্ট মেট্রো লাইনের চিংড়িঘাটা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত লাইনের প্রথমবার ট্রলি ইনস্পেকশনের আয়োজন করা হয়েছিল। এবার আশা করা হচ্ছে সল্টলেক পর্যন্ত লাইন চালু করা হবে খুব শীঘ্রই।

কি জানাল মেট্রো কর্তৃপক্ষ?

এদিন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি সকালে গৌরকিশোর ঘোষ স্টেশন পরিদর্শনে যান। এরপর আইটি সেন্টার মেট্রো স্টেশন পর্যন্ত RVNL আধিকারিকদের সাথে ট্রলি ইনস্পেকশন চালানো হয়। পর্যবেক্ষণ চলাকালীন প্লাটফর্ম থেকে শুরু করে স্টেশনে ঢোকা বেরোনোর রাস্তা, ও আপদকালীন সিঁড়ি ইত্যাদি ঠিকমত আছে কি না সবটা খতিয়ে দেখেন তিনি।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

একইসাথে নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত করিডরের নলবন স্টেশনের কাজ কতদূর এগোলো সেই বিষয়েও খবরা খবর নেন জেনারেল ম্যানেজার।

তিন মাস পরেই চালু হচ্ছে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো

ট্রলি ইনস্পেকশনে হওয়ার পরেই অনেকের মনে প্রশ্ন আসতে শুরু করেছে সমস্ত চেকিং শেষে কবে থেকেই মেট্রো সার্ভিস চালু করা যাবে? যেমনটা জানা যাচ্ছে আগামী বছরের মার্চ মাসের মধ্যেই সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

metro orange line inspection

এবছর মার্চ নাগাদই লাইন পরিদর্শন সেরে গিয়েছিলেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি জনককুমার গর্গ। সেই সময় কাজের গতি নিয়ে মোটেই খুশি ছিলেন না তিনি। তবে সব ঠিক থাকলে আশা করা হচ্ছে মাস তিনেকের মধ্যেই নিউ গড়িয়া থেকে সল্টলেক পর্যন্ত অরেঞ্জ লাইনে মেট্রো ছুটবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group