পাণ্ডবেশ্বরে ক্লোরিন গ্যাস লিক করে গুরুতর অসুস্থ একাধিক, আতঙ্ক এলাকায়

Published on:

Pandaveshwar

সৌভিক মুখার্জী, কলকাতা: অজয় নদীর ধারে ঘটে গেল বড়সড় দুর্ঘটনা। পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরে (Pandaveswar) ক্লোরিন গ্যাস লিকেজ হয়ে অসুস্থ হয়ে পড়েছে ৮ জন। স্থানীয় সূত্র মারফৎ খবর, তাঁদের মধ্যে এক মহিলার অবস্থা আশঙ্কাজনক। হঠাৎ দুর্গন্ধময় গ্যাস বাতাসের ছড়িয়ে পড়তেই চারপাশে সৃষ্টি হয় চরম আতঙ্ক।

পাণ্ডবেশ্বরে কীভাবে ক্লোরিন লিক?

জানা গিয়েছে, এই ঘটনাটি অজয় সেতুর কাছে অবস্থিত পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং-এর একটি পাম্প হাউসে ঘটেছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ক্লোরিন সংরক্ষণ ব্যবস্থায় ত্রুটির কারণেই এই গ্যাস লিক হয়েছে। স্থানীয়রা জানাচ্ছে, হঠাৎ করেই চারপাশে শ্বাসকষ্ট, চোখ জ্বালা, মাথা ঘোরার মতো পরিস্থিতি সৃষ্টি হয়। আর মুহূর্তের মধ্যেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।

সূত্রের খবর, অসুস্থদের মধ্যে গুরুতর অবস্থা জ্যোৎস্না পট্টনায়কের, যার বয়স ৫৫। তাঁর বাড়ি ওই পাম্প হাউসের এক্কেবারেই পাশে। গ্যাসের তীব্র প্রভাবে তিনি ওখানেই অজ্ঞান হয়ে পড়েন। দ্রুত তাঁকে এবং অন্যান্য আক্রান্ত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

এই দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পাণ্ডবেশ্বর থানার পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন। পাশাপাশি পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং দপ্তরের আধিকারিকরাও তদন্ত নেমেছে আর দুর্ঘটনার কারণ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে অনুসন্ধান। এলাকার মানুষরা অভিযোগ করছে, বিপদজনক রাসায়নিক গ্যাস সংরক্ষণে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। সেজন্যই এই ভয়াবহ দুর্ঘটনা।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

আরও পড়ুনঃ এবার মাখনের মতো যাওয়া যাবে শিলিগুড়ি থেকে ডুয়ার্স, খুলে গেল গজলডোবা সেতু

উল্লেখ্য, অসুস্থদের দেখতে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পৌঁছেছেন বহুলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বীর বাহাদুর সিং। তিনি জানিয়েছেন, সবাইকে খুব দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সবাই নিরাপদেই রয়েছেন। তবে কেন এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥