কলকাতায় কলেরার থাবা! মহামারীতে আক্রান্ত বাগুইআটির যুবক, কী কী উপসর্গ মিলল?

Published on:

beleghata-id

কলকাতাঃ করোনা, ডেঙ্গু যেতে না যেতেই আরো এক বিপদ উড়ে এসে জুড়ে বসল শহর কলকাতায়। নতুন করে এক নয়া আতঙ্কের জেরে রাতের ঘুম উড়ল শহরবাসীর। কারণ এবার শহর থাবা বসালো কলেরা। হ্যাঁ ঠিকই শুনেছেন। শুধু তাই নয়, আক্রান্তের খোঁজও মিলেছে, যে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

শহরে কলেরার থাবা

বাগুইহাটির জ্যাংড়া এলাকায় একজনের আক্রান্তের খোঁজ মিলেছে। যুবকের বয়স ৩৫ বছর। এই যুবক বিধাননগর ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে খবর। রবিবার বমি ও পেটের সমস্যা নিয়ে ওই যুবক প্রথমে বেলেঘাটা আইডিতে ভর্তি হন। এরপর টেস্ট করাতেই ধরা পরে আসল রোগের। পরিক্ষায় ভিব্রিও কলেরি পজেটিভ ধরা পরে। এরপরেই সমগ্র এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুধু এলাকা বললে ভুল হবে, এই খবরে শহরের বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

সূত্রের খবর, ওই যুবকের মায়েরও একই উপসর্গ রয়েছে। ইতিমধ্যে এলাকা থেকে জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

বর্ষায় কলেরার থাবা

সবে মাত্র কয়েকদিন হল শহর কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকেছে। তারই মধ্যে শহরে থাবা বসালো বর্ষা। স্থানীয় সূত্রে খবর, বিধাননগর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ড জ্যাংড়ার বাসিন্দা ৩৫ বছরের এক যুবক পেটের রোগের ভুগছিলেন। গত রবিবার থেকে লাগাতার বমি, পেট খারাপে কাহিল হয়ে গিয়েছিলেন তিনি। মাত্র ১০ মিনিটের মধ্যে ২৫-৩০ বার শৌচালয়ে যেতে হয় তাঁকে। সেইসঙ্গে পেটের যন্ত্রণা ও বমি তো রয়েইছেই। এরপর অবস্থা বেগতিক হওয়ায় রবিবার রাতেই ওই যুবককে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর কিডনির সমস্যা ধরা পরে। এরপর একাধিক পরীক্ষাও করা হয়। সেই নমুনা নাইসেডেও পাঠানো হয়েছিল। রিপোর্ট আসতেই সকলের চক্ষু চড়কগাছ হয়ে যায়। রিপোর্টে ধরা পরে যুবকের শরীরে ভিব্রিও কলেরি ব্যাকটিরিয়া রয়েছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group