‘পুলিশ, থানা সব আমার হাতে!’ অণ্ডালে মহিলার শ্লীলতাহানি দাপুটে সিভিক ভলান্টিয়ারের

Published:

Civic Volunteer
Follow

সৌভিক মুখার্জী, অন্ডাল: দাদাগিরি যেন কিছুতেই কমছে না সিভিক ভলেন্টিয়ারের। পশ্চিম বর্ধমান জেলার বনবহুল থানার আওতায় অণ্ডাল এলাকায় এক মহিলার শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হয়েছে এক সিভিক ভলেন্টিয়ার (Civic Volunteer)। জানা যায়, ওই মহিলা বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকলে বারবার অশ্লীল ভাষা ব্যবহার করত, এমনকি কুপ্রস্তাব দিত সিভিক ভলান্টিয়ার নীলকণ্ঠ নন্দী। অভিযোগ পাওয়ার পরেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। আজ তাকে আদালতে তোলা হবে।

অণ্ডালে মহিলার শ্লীলতাহানি সিভিক ভলান্টিয়ারের

ভুক্তভোগী মহিলা জানাচ্ছেন, এই ঘটনা বহুদিন ধরেই চলছিল। প্রাথমিকভাবে তিনি কাউকে ভয়তে বলতে পারেনি। পরে ধীরে ধীরে তিনি তাঁর স্বামীকে বিষয়টি জানান। অভিযোগ অনুযায়ী, স্বামী প্রতিবাদ করতে গেলেই সিভিক ভলেন্টিয়ার নীলকণ্ঠ নন্দী তাঁর স্বামীকে বেধড়ক মারধর করে।

মহিলা জানান, ‘আমি বাইরে দাঁড়ালেই সে অশ্লীল কথাবার্তা বলত। এমনকি বাজে মন্তব্য করত। কুপ্রস্তাবও দিত। একসময় বলত, তোর কোনও বাবা থাকলে ডেকে নিয়ে আয়, কেউ আমাকে কিছু করতে পারবে না। পুলিশ, থানা, প্রশাসন সবকিছুই আমার হাতে। আমার স্বামী অভিযোগ করা মাত্রই সে আমাদের উপর আক্রমণ করে। এমনকি আমার স্বামীকে বেধড়ক মারধর করে। আর সে অজ্ঞান হয়ে পড়ে।’

ওই মহিলার স্বামী জানিয়েছেন, আমি তাঁকে বলেছিলাম, পাশাপাশি আমরা থাকি, কেন তুই এরকম করছিস? এগুলো ঠিক নয়। বলা মাত্রই আমাকে পিছন দিক থেকে ধরে আমাকে চরম মারধর করে সে। আর আমি সেখানে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। এমনকি আমাকে হাসপাতালে ভর্তি করতে হয়। সবথেকে বড় ব্যাপার, সে বলে যে আমার কাছে পিস্তল আছে। বেশি বাড়াবাড়ি করলে এখানেই গুলি করে দেব। পুলিশ, থানা, প্রশাসন সবকিছুই আমার হাতে। কেউ আমাকে কিছু করতে পারবে না।

আরও পড়ুনঃ RSS-র শাখায় গিয়ে বাচ্চা বয়স থেকেই যৌন নির্যাতনের শিকার! আত্মহত্যা ২৬ বছরের তরুণের

পুলিশের পদক্ষেপ

স্থানীয় সূত্র অনুযায়ী জানা গিয়েছে, অভিযোগ পাওয়ার পরই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে তাকে আদালতে তোলা হয়েছে। এমনকি এ বিষয়ে আরও বিস্তারিত তদন্ত চলছে। স্থানীয় প্রতিবেশীরাও এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join