প্রীতি পোদ্দার, কলকাতা: সিভিক ভলান্টিয়ারদের (Civic Volunteer) দাপট নিয়ে বিভিন্ন এলাকা থেকে একের পর এক নানা অভিযোগ উঠে এসেছে। এমনকি প্রশিক্ষণ ছাড়াই সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ নিয়েও উঠেছে একাধিক প্রশ্ন। তবে সেই সব অভিযোগকে ছাপিয়ে গিয়েছে আর জি কর হাসপাতালের পড়ুয়া-চিকিৎসক খুনে দোষী সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের ঘটনা। কিন্তু তবুও দাপট কমেনি সিভিকদের। মহিলাদের ওপর অত্যাচার থেকে শুরু করে ড্রাইভারদের মারধর ইত্যাদি নানা ঘটনা ঘটতে দেখা গিয়েছে। আর এই আবহে এবার টাকা তোলার অভিযোগ উঠল এক সিভিকের বিরুদ্ধে।
তোলাবাজির ভাইরাল ভিডিও
কলকাতার বিভিন্ন রাস্তায় লরি থামিয়ে পুলিশের টাকা তোলার অভিযোগ সাধারণ মানুষের কাছে নতুন কিছু নয়। এই নিয়ে একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ জানালেও কোনো সমাধান মেলেনি। আর এই আবহে ফের একবার সামনে এল তোলাবাজির ঘটনা। আর এই নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে বারাসত কলোনি মোড়ে ১২ নম্বর জাতীয় সড়কে ওভার লোডেড ট্রাকের জানলায় হাত বাড়িয়ে এক সিভিক ভলান্টিয়ার টাকা নিচ্ছে। তবে এই একটা লড়ি নয়, একের পর এক গাড়ির থেকেও টাকা তোলা হচ্ছে। দূর থেকে এক প্রত্যক্ষদর্শী এই ঘটনা সম্পূর্ণ রেকর্ড করে ফেসবুকে আপলোড করতেই দ্রুত গতিতে শেয়ার হচ্ছে।
বিরোধীদের কটাক্ষ
এর আগেও জেলার বিভিন্ন এলাকায় সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে তোলা আদায়ের অভিযোগ উঠেছিল। এমনকী তাঁদের কাজকর্মের এক্তিয়ার নিয়েও বহুবার প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। কিন্তু প্রশাসনের টেবিলে একের পর এক অভিযোগের চিরকুট জমা পড়লেও কোনো সমাধান মেলেনি এই সমস্যার। এই প্রসঙ্গে বিজেপি নেতা শঙ্কর চট্টোপাধ্যায় বলেছেন, “এই কাজ এখন অতি সাধারণ হয়ে গিয়েছে। পুলিশের যা কাজ, তা না করে টাকা তোলা হচ্ছে। উচ্চপদস্থ পুলিশ অফিসারদের অবিলম্বে এই ঘটনা খতিয়ে দেখা উচিত।’ অন্যদিকে সিপিএম নেতা আহমেদ আলি খান বলেন, ‘শুধু বারাসত নয়, গোটা রাজ্যে এই ঘটনা চলছে। প্রশাসনের লোকজনও এর সঙ্গে জড়িত।’
আরও পড়ুনঃ TET পাশেই মিলবে সুযোগ, ২৭০০ পদে এডুকেটর নিয়োগের বিজ্ঞপ্তি রাজ্য সরকারের
যদিও এই প্রসঙ্গে বারাসাত পুলিশ জেলার সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়া জানিয়েছেন, যে সিভিক ভলান্টিয়ারকে টাকা নিতে দেখা গিয়েছে, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে মালদহের হরিশ্চন্দ্রপুরের মারাডানগি এলাকার তিন সিভিক ভলেন্টিয়ার এর ঘটনায় শোরগোল তৈরি হয়েছিল রাজ্য জুড়ে। দাবি মতো ‘তোলা’ না দেওয়ায় এক লরি চালককে ক্যাম্পে ঢুকিয়ে মারধরের ঘটনা এতটাই প্রভাবিত করেছিল যে প্রশাসনের তরফে শেষ পর্যন্ত অভিযুক্ত তিন সিভিক ভলান্টিয়ারকে শো-কজ করে ক্লোজে পাঠিয়েছিল জেলা পুলিশ।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |