প্রীতি পোদ্দার: দেখতে দেখতে দুর্গাপুজোর রেশ কাটল। কিন্তু এখনও উৎসবের মহড়া শেষ হয়নি। প্রতিমা নিরঞ্জন পালা শেষের পর আসবে লক্ষ্মী পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো। আর জগদ্ধাত্রী পুজো মানেই কৃষ্ণনগর। সেখানকার পুজো এতটাই বিখ্যাত যে সেখানে প্রতিমা দর্শন করতে দূর দূরান্ত থেকে লোক আসে দেখতে। কিন্তু এই উৎসবের মাঝেই এবার কৃষ্ণনগরে ঘটল এক বড় অঘটন।
বিসর্জনের দিন চরম অশান্তি!
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুজোর বিসর্জনের দিন রাধানগর শিব মন্দির বারোয়ারির সদস্যরা ঠাকুর বিসর্জন করতে যাচ্ছিলেন। যখন তারা কৃষ্ণনগরের চ্যালেঞ্জ মোড়ে পৌঁছলেন ঠিক সেই সময় অশান্তি বাঁধে দুই দলের মধ্যে। শুরু হয়ে যায় তুমুল অশান্তি। এরপর দুপক্ষের মধ্যে ইঁটবৃষ্টি শুরু হয়ে যায়। এমনকি দুই যুবককে গুরুতরভাবে মারধর করা হয় হলে অভিযোগ। জখম হন দু’জনেই। গুরুতর আহত অবস্থায় তাঁদের শক্তিনগর হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের দুজনের বাড়িই কৃষ্ণনগর শক্তিনগর এলাকায়।
স্থানীয় এলাকার মানুষদের প্রতিক্রিয়া!
এদিকে কৃষ্ণনগরে এই অশান্তির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নানা শোরগোল পড়ে যায়। তবে অশান্তি বিশাল আকার ধারন করার আগেই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু দুর্গাপুজোর বিসর্জনের সময় এমন ঘটনা কেন ঘটল তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে অশান্তি যাতে বেশিদূর না এগোয় তাই রাত পর্যন্ত এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। কৃষ্ণনগরের স্থানীয় বাসিন্দাদের দাবি, দুর্গাপুজোয় যদি এরকম অশান্তি হয়, তাহলে জগদ্ধাত্রী পুজোয় বিসর্জনের দিনও কৃষ্ণনগরে রক্তপাতের ঘটনা ঘটবে। দুশ্চিন্তা বেড়েছে তাঁদেরও।