প্রীতি পোদ্দার, কলকাতা: গত ২২ এপ্রিল পহেলগাঁওতে জঙ্গি হামলার কড়া জবাবের অপেক্ষায় ছিল গোটা দেশ। অবশেষে সেই প্রত্যাঘাতের কড়া জবাব দিল নয়া দিল্লি। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ন’টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় প্রতিরক্ষাবাহিনী। আর এই জবাবি হামলার পোশাকি নাম – অপারেশন সিঁদুর (Operation Sindoor)। রিপোর্ট সূত্রে জানা গিয়েছে এই নয়টি জঙ্গি ঘাঁটির অন্তত ১০০ জন জঙ্গির মৃত্যু হয়েছে এই স্ট্রাইকে। আর এই আবহেই রাজ্যের কৃষি এবং খাদ্য পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কালোবাজারি রুখতে বৈঠক মমতার
একদিকে ভারতীয় নিরাপত্তাবাহিনী ‘অপারেশন সিঁদুর’ এর মাধ্যমে পাকিস্তানে বড় প্রত্যাঘাতের সাফল্য উদযাপন। অন্যদিকে এই যুদ্ধের আবহে রাজ্যের স্পর্শকাতর পরিস্থিতি নিয়ে রীতিমত চিন্তিত রাজ্য সরকার। কারণ একটাই, আর সেটি হল কালোবাজারি। তাই রাজ্যে যাতে কৃষিপণ্যের কালোবাজারি না-হয়, সে ব্যাপারে এবার তৎপর হয়ে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই কালোবাজারি রুখতে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছেন তিনি। এই বিষয়ে তাই আজ অর্থাৎ বৃহস্পতিবার বিকালে নবান্নে কৃষি বিপণন নিয়ে বৈঠক ডাকা হয়েছে।
কখন শুরু হবে বৈঠক?
এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা করছেন যে, দেশের এই গৌরবের মুহূর্তকে অপব্যবহার করতে চলেছে কিছু অসাধু ব্যবসায়ী। যারা যুদ্ধের কথা তুলে অত্যাবশ্যকীয় বিভিন্ন পণ্য, খাদ্যসামগ্রী প্রভৃতির দাম বাড়িয়ে মোটা মুনাফা লাভের চেষ্টা করতে পারে। কিন্তু সেটা তিনি কিছুতেই হতে দেবেন না। তাই তিনি আগেভাগেই এ নিয়ে সতর্ক হয়েছেন। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে আজ, নবান্নে ঠিক বিকেল ৫ টায় কৃষি বিপণন নিয়ে তিনি বৈঠকে বসবেন। বৈঠকে মমতার মুখোমুখি হবেন রাজ্যের কৃষি বিপণন দফতরের আধিকারিকরা।
আরও পড়ুনঃ হেরে গেলেও লাভ, সুপ্রিম কোর্টে চলা DA মামলায় সাময়িক জয় বাংলার সরকারি কর্মীদের
অন্যদিকে ‘অপারেশন সিঁদুর’-এর পর ভারত-পাকিস্তান সীমান্তে ক্রমেই বেড়েছে উত্তেজনা। তাই জঙ্গি ঘাঁটি হামলার পর পরই সীমান্তবর্তী ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই জরুরি বৈঠকে পশ্চিমবঙ্গ ছাড়াও জম্মু-কাশ্মীর, পঞ্জাব, রাজস্থান, গুজরাত, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার এবং সিকিমের মুখ্যমন্ত্রী, ডিজি এবং মুখ্যসচিবেরা উপস্থিত ছিলেন। মূলত, যে সব রাজ্যে নেপাল এবং পাকিস্তানের সীমান্ত রয়েছে, সেই সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গেই বৈঠক করেন তিনি। তবে মুখ্যমন্ত্রী এই বৈঠক নিয়ে কোনো মন্তব্য করেননি।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |