ডান্ডিয়ায় কাঁচা রচনা, বাজাতে না পারায় জোর ধমক মমতার! ভাইরাল ভিডিও

Published on:

mamata rachana dandiya

কলকাতাঃ আরজি কর কাণ্ডে উত্তপ্ত হয়েছে বাংলা তথা সমগ্র দেশ। এদিকে তারই মধ্যে হয়ে গেল দুর্গাপুজো থেকে শুরু করে কার্নিভাল। যদিও এবারের রেড রোডের কার্নিভাল আর বিতর্ক একে অপরের পরিপূরক ছিল। কারণ এই কার্নিভালের অদূরেই দীর্ঘদিন ধরে চলছে জুনিয়র চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ। জানা গিয়েছে, এত কিছুর পরও নির্বিঘ্নে মিটেছে রেড রোডের কার্নিভাল। ধর্মতলায় অনশনরত জুনিয়র চিকিৎসকদের সমর্থনে ডক্টরস ফোরাম এবং জুনিয়র ডাক্তাররা জোড়া কর্মসূচি নিলেও তার কোনওরকম আঁচ পড়লো না রাজ্য সরকারের তরফে আয়োজিত পুজো কার্নিভালে। কিন্তু এই পুজো কার্নিবলে এমন একটি ঘটনা ঘটে গেল যা নিয়ে রীতিমতো সকলেই আলোচনা করতে শুরু করে দিয়েছেন। আর এই ঘটনার জন্য শিরোনামে নতুন করে উঠে এসেছেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।

ভাইরাল ভিডিও

WhatsApp Community Join Now

এখন নিশ্চয়ই ভাবছেন কী হয়েছে? তাহলে জানিয়ে রাখি, সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। আর সেখানে দেখা যাচ্ছে, সবার সামনে রীতিমতো রচনাকে বকা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহ বাংলার বিনোদন দুনিয়ার আরো অনেক কলাকুশলী। সেখানে ডান্ডিয়া নাচেও অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, জুন মালিয়ারা।

গতকালের রেড রোডে রাজ্যের তরফে আয়োজিত অনুষ্ঠানে আসেননি রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, দেব, মিমি চক্রবর্তীর মতো তৃণমূল ঘনিষ্ঠরা। তবে জুন মালিয়া, ঋতুপর্ণা সেনগুপ্ত, রচনা বন্দ্যোপাধ্যায়, সৌমিতৃষা কুণ্ডুরা সামিল হয়েছিলেন উৎসবে। এরই মাঝে পাপারাজ্জি পেজ থেকে শেয়ার করা একটি ভিডিয়ো তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। কী আছে সেই ভিডিওতে?

রচনাকে বকলেন মুখ্যমন্ত্রী!

ভিডিওতে দেখা যাচ্ছে, প্রথমে জুন মালিয়ার সঙ্গে ডান্ডিয়া নাচলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর রচনা বন্দ্যোপাধ্যায়ের দিকে ফিরলেন তিনি। সেখানেই যেন কোথাও একটা তাল কাটল। রচনাকে যে মমতা ধমক দিলেন তা স্পষ্ট বোঝা গেল। লাঠি নেড়ে কিছু বলতেও শোনা গেল মুখ্যমন্ত্রীকে। এদিকে বাধ্য ছাত্রীর মতো মাথা নেড়ে তা শুনলেন রচনা। আর এই ভিডিও নেটিজেনদের মধ্যে নানা রকম প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

একজন তো লিখেছেন, ‘আমি তো ভাবলাম, এই বুঝি লাঠির বাড়ি পড়ল।’ অন্য আরেকজন লেখেন, ‘বেহায়াপনা করার একটা সীমা থাকে, এরা সেটাও অতিক্রম করেছে। ছিঃ ধিক্কার।’

রেড রোডের কার্নিভাল

এমনিতে আরজি কর ইস্যুতে বেশ কয়েক মাস ধরে উত্তপ্ত হয়ে রয়েছে রাজ্যের পরিবেশ। এরপর মঙ্গলবার রেড রোড কার্নিভালের দিনই ডক্টর ফোরাম দ্রোহের কার্নিভাল ঘোষণা করে দেওয়ায় চিন্তায় পড়েছিল প্রশাসন। অনুষ্ঠানে লর মাঝে বিক্ষোভ দেখানো হতে পারে সেই আশঙ্কা তৈরি হয়েছিল, সেজন্য ব্যাপক পুলিশি ব্যবস্থাও ছিল সেখানে।

সঙ্গে থাকুন ➥
X