বর্ধিত ছুটির ঘোষণা নবান্নর

Published on:

mamata banerjee

প্রীতি পোদ্দার, কলকাতা: প্রত্যেক বছরই দুর্গাপুজো থেকে শুরু করে কালীপুজো-ভাইফোঁটায় একটানা ছুটি পেয়ে থাকেন সরকারি কর্মীরা। তবে সকলে ছুটি পেলেই সরকারী প্রত্যেক দফতরের কর্মী এই একটানা ছুটি কিন্তু পায় না। একমাত্র জরুরি পরিষেবায় পুলিশ দমকল এবং স্বাস্থ্য কর্মীদের উৎসবের আবহেও কাজ করে যেতে হয়। যদিও পড়ে তাঁদের স্পেশাল ছুটি দেওয়া হয়। কিন্তু তাতেও যেন মন ভরে না। তাই এবার তাঁদের জন্য এক বড় উদ্যোগ নিল নবান্ন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা

গতকাল অর্থাৎ শুক্রবার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ থেকে ফিরেছেন কলকাতায়। আর ফিরে এসেই নিউটাউনে আদিবাসী ভবনে বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানেই পুলিশ, দমকল ও স্বাস্থ্য কর্মীদের জন্য বড় ঘোষণা করলেন তিনি। আসলে দুর্গাপুজো, কালীপুজো, ভাইফোঁটায় রাজ্য সরকারি কর্মীরা ছুটি পেয়ে থাকেন। কিন্তু তখন পুলিশ–দমকল–স্বাস্থ্য থেকে পুরসভার কর্মীরা ছুটি পান না। এই কারণে ওই কর্মীরা এতদিন বছরে ১০টি ‘বিশেষ ছুটি’ পেতেন। এই ১০ দিন বিশেষ ছুটির সংখ্যা এবার বাড়িয়ে ১৫ দিন করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘‌যাঁরা মানুষের জন্য ২৪ ঘণ্টা কাজ করেন তাঁদের যোগ্য সম্মান পাওয়া উচিত। তাই এবার ১০টি ছুটি বাড়িয়ে ১৫ করা হচ্ছে। এটা পুলিশ, দমকল, স্বাস্থ্যকর্মীরা পাবেন।’ তাঁর এই ঘোষণায় স্বাভাবিকভাবেই সকলের চোখে মুখে আনন্দের ছাপ স্পষ্ট দেখা গিয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

পুলিশ কর্মীদের প্রশংসায় পঞ্চমুখ মমতা!

এছাড়াও এ দিন পুলিশকর্মীদের প্রশংসা করতে গিয়ে সংবাদ মাধ্যমকে নিশানা করেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, “কখনও কোনও ছোট ভুল হয়ে গেলে, আপনারা নিশ্চয়ই মিডিয়া ট্রায়াল করে তাঁদের গালাগালি করবেন ৷ কিন্তু মনে রাখবেন, আপনারা-আমরা যখন নিশ্চিন্তে ঘুমাই, তাঁরা কিন্তু জেগে পাহারা দেন।” আসলে উৎসবের দিনগুলিতে রাজ্যবাসীরা আনন্দ করলেও, পুলিশ, পুরনিগম, পুরসভা, স্বাস্থ্য পরিষেবার সঙ্গে জড়িতরা ছুটি পান না৷ তাই সেই কারণে এমন উদ্যোগ নিল রাজ্য সরকার।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group