৫০০ টাকায় চিন্তামুক্ত, কলকাতা এয়ারপোর্টে চালু নয়া পরিষেবা! বিরাট উপকৃত হবেন যাত্রীরা

Published:

kolkata airport concierge service
Follow

শ্বেতা মিত্র, কলকাতা: উড়ান যাত্রী ক্যাফের পর কলকাতা বিমানবন্দরে (Netaji Subhash Chandra Bose International Airport) নয়া চমক। এবার যাত্রীদের জন্য এমন এক পরিষেবা শুরু করা হল যার জেরে উপকৃত হবেন সকলে। এখন নিশ্চয়ই ভাবছেন নতুন কী পরিষেবা শুরু হল বিমানবন্দরে? তাহলে জানিয়ে রাখি, বিমানবন্দরে শুরু হল কনসিয়ার্জ সার্ভিস (Concierge Service)। নিশ্চয়ই ভাবছেন এটি কী পরিষেবা? তাহলে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটি। 

কলকাতা বিমানবন্দরে চালু বিশেষ পরিষেবা | Concierge Started In Kolkata Airport |

বুধবার কলকাতা বিমানবন্দরে সমস্ত অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক যাত্রীদের জন্য একটি অর্থপ্রদানকারী কনসিয়ার্জ পরিষেবা চালু করা হয়েছে। মূলত বিমানবন্দরের সিস্টেমের সঙ্গে পরিচিত নন এমন যাত্রীদের জন্য অথবা যারা অসুস্থ বা বয়স্ক তাদের জন্য এই পরিষেবাটি খুবই সহায়ক হবে বলে জানিয়েছেন এক আধিকারিক।

অনেকেই আছেন যারা হয়তো প্রথমবার বিমানে উঠবেন। জানেন না যে কীভাবে কোথা থেকে টিকিট পাবেন? বোর্ডিং পাস কোথা থেকে মিলবে ইত্যাদি, এই সকল সমস্যার মুখে পড়তে হয়। তবে আর নয়, কারণ এবার কনসিয়ার্জ পরিষেবা চালু করা হয়েছে। এর জেরে যাত্রীরা সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন।

আরও পড়ুনঃ জেনারেল টিকিট কেটে আর উঠতে পারবেন না যেকোনো ট্রেনে! নতুন নিয়ম আনছে রেল

কত টাকা খরচ হবে?

বিমানবন্দর সূত্রে জানা গেছে, এই পরিষেবা পেতে একজন যাত্রীকে ৫০০ টাকা দিতে হবে। পরিষেবাটি গ্রহণকারী যাত্রীকে কোম্পানির কর্মীরা টার্মিনাল ভবনে চেক-ইন প্রক্রিয়া সম্পন্ন করতে সহায়তা করবেন। যাত্রীরা লাগেজ পরিচালনার জন্য পোর্টারদের সহায়তাও পাবেন। জানা যাচ্ছে, অ্যারাইভাল এবং ডিপার্চার উভয় যাত্রীর জন্যই পরিষেবাগুলি উপলব্ধ থাকবে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join