প্রীতি পোদ্দার, কৃষ্ণনগর: আইন রক্ষা নিয়ে তুমুল ধস্তাধস্তি সীমান্তরক্ষী বাহিনী বা BSF ও রাজ্য পুলিশের মধ্যে! অবাক কাণ্ড নদিয়ার (Nadia) কৃষ্ণনগর পুলিশ জেলার চাপড়া থানা এলাকায়। জানা গিয়েছে নিষিদ্ধ কাশির সিরাপ ‘ফেনসিডিল’ বাজেয়াপ্তকে ঘিরে মঙ্গলবার রাতে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। দু’পক্ষের সংঘর্ষে অন্তত তিনজন পুলিশকর্মী আহত হয়েছেন। যাঁদের মধ্যে ১ জন গুরুতর আহত। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশবাহিনী।
ঠিক কী ঘটেছে?
স্থানীয় রিপোর্ট অনুযায়ী গতকাল অর্থাৎ মঙ্গলবার রাত প্রায় ৯টা নাগাদ, কৃষ্ণনগর পুলিশ জেলার চাপড়া থানার সীমানগর এলাকায় কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কের উপর একটি গাড়ি থেকে কিছু প্যাকেট নামানো হচ্ছিল। প্যাকেটগুলি সন্দেহজনক ঠেকায় তাঁরা প্যাকেটগুলি খুলে দেখেন, আর তা দেখে চোখ ছানাবড়া সকলের। দেখা যায় তার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নিষিদ্ধ কাশির সিরাপ ‘ফেনসিডিল’। সঙ্গে সঙ্গে স্থানীয়রা চাপড়া থানায় খবর দেন। এদিকে খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় চাপড়া থানার পুলিশ। তারা নিষিদ্ধ কাশির সিরাপগুলি বাজেয়াপ্ত করে নিজেদের গাড়িতে তুলতে থাকেন। কিন্তু এরপরেই ঘটে আসল ঘটনা। পুলিশের সঙ্গে ঝামেলা বেঁধে যায় বিএসএফ কর্মীদের।
তিন জন পুলিশকর্মী আহত হয়েছেন
স্থানীয় বাসিন্দাদের তরফে জানা গিয়েছে গতকাল চাপড়া থানার পুলিশ যখন ফেনসিডিলের বোতলগুলি বাজেয়াপ্ত করে থানার গাড়িতে তুলছিল সেই সময় হঠাৎই সেখানে হাজির হয় সীমানগর ৩২ ব্যাটেলিয়নের বিএসএফ জওয়ানরা। তাঁদের দাবি, সিরাপগুলি তাদের হেফাজতে দিতে হবে, কারণ তারা আগে থেকেই এই বিষয়ে তথ্য পেয়েছিল। কিন্তু আইন অনুযায়ী পুলিশ হস্তান্তরে রাজি হয়নি। এই নিয়েই দুই দলের মধ্যে শুরু হয় তীব্র বচসা, যা মুহূর্তেই হাতাহাতিতে পরিণত হয়। এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। কেন্দ্রীয় ও রাজ্যবাহিনীর এই সংঘর্ষে অন্তত তিন জন পুলিশকর্মী আহত হয়েছেন বলে সূত্রের খবর। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থলে পৌঁছোয় আরও পুলিশকর্মী এবং বিএসএফের একটি দল। এবং সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে এক বিএসএফ কর্মীকে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন: বড় ঘোষণা SSC-র! শুক্রবারেই প্রকাশিত হতে চলেছে নিয়োগ প্রক্রিয়ার ফলাফল
সংঘর্ষের পরে চাপড়া এলাকায় উত্তেজনা চরমে আকার ধারণ করে। গতকাল রাতেই কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার এবং ডিএসপি ঘটনাস্থলে পৌঁছোন। বিএসএফের দাবি, তাদের কাছে নির্দিষ্ট সূত্র মারফত খবর ছিল একটি গাড়িতে চাপড়া থানার সীমান্তে নিষিদ্ধ কাশির সিরাপ আনা হচ্ছে। তারা সেগুলি বাজেয়াপ্ত করতে গেলে রাজ্য পুলিশ বাধা দেয়। অন্য দিকে, পুলিশের অভিযোগ, নির্দিষ্ট আইনি প্রক্রিয়া মেনে ‘ফেনসিডিল’ বাজেয়াপ্ত করার পরে বিএসএফ কর্মীরা সেগুলিকে নিজেদের হেফাজতে নিতে চেয়েছিল। এদিকে এই ঘটনা নিয়ে এখনও পর্যন্ত বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের ডিআইজি বা কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার কেউই কোনও সরকারি মন্তব্য করেননি।












