দুষ্কৃতীর হাতে আক্রান্ত পুলিশ! খাস কলকাতায় ছুরির এলোপাথাড়ি কোপে আহত কনস্টেবল ও ASI

Published on:

North Port Police Station

প্রীতি পোদ্দার, কলকাতা: কলকাতার বুকেই এবার দুষ্কৃতীর হাতে রাতের অন্ধকারে আহত হতে হল আইন রক্ষকদের! শনিবার রাতে উত্তর বন্দর থানায় (North Port Police Station) এলাকায় ঘটেছে এক ভয়ংকর ঘটনা। জানা গিয়েছে দুষ্কর্মে বাঁধা দিতে গিয়েই দুষ্কৃতীর ছুরির আঘাতে আহত হন সাব-ইন্সপেক্টর ও কনস্টেবল। ইতিমধ্যেই দুজনকেই ভর্তি করা হয়েছে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।

ঘটনাটি কী?

পুলিশ জানিয়েছে, গঙ্গার কাছেই ফুলের বাজারে ডিউটি করছিলেন থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পার্থ চন্দ্র ও কনস্টেবল সুখেন্দু মাঝি। সেই সময় ওই এলাকার এক ফুটপাতবাসী সুলতানকে মদ্যপ অবস্থায় হাতে একটা লোহার রড নিয়ে ঘুরে বেড়াতে দেখে। অভিযোগ সুলতান নাকি স্থানীয় বাসিন্দাদের ভয় দেখাচ্ছিলেন লোহার রড নিয়ে। আর এই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে পুলিশ ধারণা করে নেশাগ্রস্ত অবস্থায় সে কারও উপর যেকোনও সময় হামলা চালাতে পারে তাই তার হাত থেকে রডটি কেড়ে নেন পুলিশকর্মীরা।

হাসপাতালে ভর্তি দুই পুলিশকর্মী!

এরপর সন্ধ্যা সাড়ে ৮টা নাগাদ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পার্থ চন্দ্র ও কনস্টেবল সুখেন্দু মাঝি ডিউটি সেরে ফেরার সময় থানা থেকে বেরোতেই সকালের ঘটনার প্রতিশোধ নিতে সুলতান ছুরি দিয়ে আক্রমণ করেন দুই পুলিশ কর্মীর উপর। একাধিক জায়গায় ক্ষতবিক্ষত হয়। সেই সময় পাল্টা বাধা পেয়ে সুলতানেরও আঘাত লেগেছে। তিনজনকেই চিকিৎসার জন্য তড়িঘড়ি ভর্তি করা হয় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। এদিকে চিকিৎসার পর, অভিযুক্ত সুলতানকে নর্থ পোর্ট থানা গ্রেফতার করে। এবং তাঁর বিরুদ্ধে বিএনএস-র যথাযথ ধারায় মামলা শুরু করা হয়েছে।

আরও পড়ুন: আর কয়েক ঘণ্টার অপেক্ষা, চার দশক পর মহাকাশে দ্বিতীয় ভারতীয়! ইতিহাস গড়বেন শুভাংশু শুক্ল

খাস কলকাতায় এইভাবে দুষ্কৃতীর হাতে খোদ পুলিশকর্মীদের আক্রান্ত হতে দেখে ভয় পেয়ে যান স্থানীয়রা। হুড়োহুড়ি পড়ে যায় চারিদিকে। ছোটাছুটি শুরু করে দেন স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, অভিযুক্ত সুলতান পেশায় একজন ফুল ব্যবসায়ী। বেশিরভাগ সময় নেশা করে পড়ে থাকতে দেখা যায় তাঁকে। এই ঘটনা প্রসঙ্গে কলকাতা পুলিশের ডিসি পোর্ট হরিকৃষ্ণ পাই বলেন, ‘অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।’

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥