দুর্নীতির অভিযোগ, বাতিল হল কলকাতা মেট্রোর পদোন্নতির পরীক্ষা! ফের কবে হবে?

Published on:

kolkata metro exam

শ্বেতা মিত্র, কলকাতা: প্রকাশ্যে এসেছিল পূর্ব মধ্য রেল কর্মীদের পদোন্নতি সংক্রান্ত পরীক্ষায় ব্যাপক দুর্নীতি। যার ফলে বাতিল করে দেওয়া হয় পরীক্ষা। যে কারণে কলকাতা মেট্রোতেও (Kolkata Metro) আপাতত পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এবার মেট্রো রেলে দুর্নীতি!

পরীক্ষার মাধ্যমে রেলের কর্মীদের পদোন্নতির সুযোগ থাকে। সে জন্য পরীক্ষা দিতে হয়। পরীক্ষা পদ্ধতি অফলাইনে, মানে কাগজে কলমে পরীক্ষা। সেই সুযোগকে কাজে লাগিয়ে প্রশ্ন ফাঁস। অভিযোগ, পরীক্ষার আগের দিন রাতে কিছু পরীক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া হয়েছিল প্রশ্ন পত্র। ১৭ জন ট্রেনচালককে গোপনে প্রশ্নপত্র আগাম পাঠিয়ে দেওয়া হয়েছিল বলে খবর। বিষয়টি বুঝতে তদন্তকারী সংস্থার দেরি হয়নি। আট জন আধিকারিক-সহ ২৬ জনকে গ্রেফতার করা হয়, সঙ্গে ১ কোটির বেশি টাকা উদ্ধার করা হয়।

বাতিল পরীক্ষা

দুর্নীতি প্রকাশ্যে আসার পর সঙ্গতকারণেই পরীক্ষা বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বাতিল করা হয় কলকাতা মেট্রো রেলের পরীক্ষাও। তার মধ্যে গ্রুপ সি পরীক্ষার মাধ্যমে গ্রুপ বি বিভাগে আধিকারিক পর্যায়ের পরীক্ষাও বাতিল করা হয়। কলকাতা মেট্রোর শূন্যপদ পূরণে পরীক্ষা নেওয়া হত পূর্ব রেলের মাধ্যমে। যেহেতু পূর্ব মধ্য রেলে দুর্নীতি প্রকাশ্যে এসেছে, তাই কলকাতা মেট্রোর পরীক্ষাও বাতিল।

আরও পড়ুনঃ ২১ বছর হলেই মেয়েদের ১৫০০ টাকা! অঙ্গনওয়াড়ি কর্মীদেরও বেতন বৃদ্ধি সরকারের

পরীক্ষা কবে নেওয়া হবে সে ব্যাপারে এখনো কিছু জানানো হয়নি। পরীক্ষা যাতে দুর্নীতি মুক্ত করা যায় সে জন্য ব্যবস্থা নিচ্ছে রেল বোর্ড। আগামী দিনে চালু করা হতে পারে পারে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা পদ্ধতি, এখন এমনটাই মনে করা হচ্ছে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥