ভাইফোঁটার রাতে বাজি ফাটানোর প্রতিবাদ! গড়িয়ায় দম্পতিকে বেধড়ক মারধর, শ্লীলতাহানি

Published:

Garia
Follow

প্রীতি পোদ্দার, গড়িয়া: কালীপুজোর বিসর্জনে শব্দবাজি ফাটানোকে কেন্দ্র করে তুমুল অশান্তি গড়িয়ায় (Garia)! বাজি ফাটানোর প্রতিবাদ করায় ‘আক্রান্ত’ দম্পতি। তাঁদের রাস্তায় ফেলে মারধর, মহিলার শ্লীলতাহানি করা হয়েছে বলেও অভিযোগ। জানা গিয়েছে ভাইফোঁটার দিন স্থানীয় একটি ক্লাবের কালীপুজোর বিসর্জনের শোভাযাত্রা বের হয়। সেই সময়ে বাড়ির নীচে দাঁড়িয়ে ছিলেন ওই এলাকার বাসিন্দা এক দম্পতি। তাঁর পায়ের সামনে ফাটানো হয় বাজি, আর তাতেই শুরু তুমুল অশান্তি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

শ্লীলতাহানিরও অভিযোগ অভিযুক্তদের বিরুদ্ধে!

রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে গড়িয়ায় নেতাজি নগর থানা এলাকার স্থানীয় ‘খেলাঘর’ ক্লাব থেকে কালীপুজোর বিসর্জনের জন্য শোভাযাত্রা বেরিয়েছিল। জোরালো শব্দে গান বাজানোর পাশাপাশি সেখান থেকে দেদার ফাটানো হচ্ছিল শব্দবাজি। সেই সময় একটি বাজি এসে ফাটে মহিলার পায়ের কাছে। পায়ে লাগার কারণে ওই মহিলা প্রতিবাদ করলে তাঁর উপর চড়াও হন ক্লাবের কয়েক জন যুবক। প্রত্যেকেই মত্ত অবস্থায় লাথি, ঘুষি, চড় থাপ্পড় মারার পাশাপাশি মহিলাকে শ্লীলতাহানিরও অভিযোগ ওঠে।

থানায় না-যাওয়ার শাসানি

জানা গিয়েছে, অভিযোগকারিণী পেশায় একজন শিক্ষিকা। তাঁর স্বামী ব্যবসার সঙ্গে যুক্ত। এদিকে দম্পতির ১৪ বছরের পুত্রও গোটা ঘটনায় আতঙ্কিত। এই ঘটনার পর তাঁরা বাড়ি থেকে বেরোতেই ভয় পাচ্ছেন। অভিযোগ, দরজা ভেঙে নাকি দুষ্কৃতীরা তিন তলার ফ্ল্যাটে উঠে এসেছিল। এমনকি থানায় না-যাওয়ার জন্য শাসানি দেওয়া হয়েছে। নিগৃহীতার স্বামী অরিজিৎ করের কথায়, ‘‘ভাইফোঁটার অনুষ্ঠানে আমাদের বাড়িতে অতিথি এসেছিলেন। তাঁরা রাতে ফিরছিলেন। আমরা এগিয়ে দিতে গিয়েছিলাম। সেই সময়ে ভাসানের মিছিল থেকে বোমা এসে আমার স্ত্রীর পায়ের কাছে ফাটে। প্রতিবাদ করে ও শুধু বলেছিল, ‘এ ভাবে কেউ বাজি ফাটায়?’ কয়েক জন যুবক সঙ্গে সঙ্গে তেড়ে আসে। ওকে চুলের মুঠি ধরে টেনে রাস্তায় ফেলে মারধর করে। লাথি, ঘুষি কিছুই বাদ ছিল না। মুখ ফেটে গিয়েছে, সেলাই পড়েছে।’’

আরও পড়ুন: শুভেন্দুর আইনি রক্ষাকবচ তুলে নিল হাইকোর্ট! অস্বস্তিতে বিরোধী দলনেতা

পাল্টা অভিযোগ দম্পতির বিরুদ্ধে

দম্পতিরা রাতেই থানায় গোটা খবর জানিয়েছিলেন। কিন্তু পুলিশ শারীরিক পরীক্ষা করিয়ে এবং সেই রিপোর্ট দেখিয়ে অভিযোগ জানাতে বলেছে। তাই সেই কারণে সকলে বাঘাযতীন হাসপাতালে গেলে দেখা যায় অভিযুক্তরা আগে থেকে ওখানে বসে আছে। ওখানেও তাঁদের হুমকি দিচ্ছিল। সেই সময় হাসপাতাল থেকেও সাহায্যের জন্য ১০০ নম্বরে ফোন করে পুলিশ ডাকেন দম্পতি। এদিকে পাল্টা ওই দম্পতির বিরুদ্ধেও অভিযোগ করেছেন স্থানীয় ক্লাবের কয়েকজন। তাঁদের দাবি, বাজি ফাটানোর জন্য এলাকার কিছু কিশোরকে মারধর করেছিলেন ওই দম্পতি। ফ্ল্যাটের বারান্দা থেকে নীচে ভিড়ের দিকে বাজিও ছুড়েছেন ওই দম্পতি।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join