উচ্চ মাধ্যমিকের সিলেবাসে যুক্ত হচ্ছে নতুন বিষয়, এবার বাচ্চারা শিখবে সিপিআর পদ্ধতি

Published:

hs syllabus
Follow

সহেলি মিত্র, কলকাতা: আপনার সন্তানও কি দ্বাদশ শ্রেণীতে ভর্তি হবে? তাহলে আজকের এই আর্টিকেলটি রইল আপনার জন্য। উচ্চ মাধ্যমিকের সিলেবাসে (HS Syllabus) যুক্ত হতে চলেছে নতুন একটি বিষয় যেটি সম্পর্কে শুনলে আপনিও চমকে উঠবেন। এবার প্রিয়জন বা চোখের সামনে কাউকে যদি হৃদরোগে আক্তান্ত হতে দেখেন তাহলে ডাক্তার আসার আগেই এবার স্কুল পড়ুয়া তাঁর জীবন বাঁচাতে পারবেন।  কারণ সিলেবাসে যুক্ত হতে চলেছে এই নতুন বিষয়।

উচ্চ মাধ্যমিকের সিলেবাসে যুক্ত হচ্ছে সিপিআর প্রক্রিয়া!

কখনও হয়তো দেখে থাকবে বা শুনে থাকবে দুর্ঘটনার কবলে পড়ে হৃৎপিন্ড সাময়িক স্তব্ধ হয়ে যায়। এরকম পরিস্থিতিতে জীবন বাঁচিয়ে দিতে পারে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন বা সিপিআর। তবে সমস্যা হল, সিপিআর সম্বন্ধে জানা এবং তা দিতে পারার করার মধ্যে বিস্তর ফারাক রয়েছে। এহেন পরিস্থিতিতে এবার তাই উচ্চ মাধ্যমিকের সিলেবাসে বিস্তারিতভাবে ঢুকছে সিপিআর এবং জীবন বাঁচানোর অন্যান্য তাৎক্ষণিক পদ্ধতি। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।

উপকৃত হবে পড়ুয়ারা

শ্বাসনালিতে খাবার আটকে গেলে বা কেউ জলে ডুবে গেলে কীভাবে সেই খাবার বা জল বের করে হৃদযন্ত্র চালু রাখতে হবে, সেই পদ্ধতিও থাকছে তৃতীয় সেমেস্টারে স্বাস্থ্য ও শারীরশিক্ষার সিলেবাসে। তবে বইয়ের পাশাপাশি হাতেকলমে শিক্ষা এক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন শিক্ষকরা। প্রসঙ্গত, সিপিআরের খানিক উল্লেখ রয়েছে অষ্টম শ্রেণির পাঠ্যক্রমেও। তবে  অষ্টম শ্রেণীর পড়ুয়ার পক্ষে কার্যকরী সিপিআর দেওয়া বেশ কঠিন। তাই উঁচু ক্লাসের সিলেবাসে তা বিস্তারিতভাবে আনা হল বলে জানিয়েছেন সিলেবাস প্রণেতারা।

তবে বাংলার আগে এরকম পদ্ধতি শুরু হয়েছে কেরলে। রাজ্যের সরকারি চিকিৎসকরা স্কুল ও কলেজের পাঠ্যক্রমগুলিতে কার্ডিও-পালমোনারি রিসাসিটেশন (সিপিআর) এর মতো জীবন রক্ষাকারী পদ্ধতি সম্পর্কে পাঠ অন্তর্ভুক্ত করার পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা তৈরি করার জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

কেজিএমওএ-এর কর্মকর্তারা পরামর্শ দিয়েছেন যে উচ্চ বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজের পাঠ্যক্রমের মধ্যে সিপিআর-এর পাঠ বাধ্যতামূলক করা উচিত। কলেজ, সরকারি খাতের ইউনিট, বাসিন্দাদের সমিতি এবং যুব সংগঠনগুলিকে সম্পৃক্ত করে সিপিআর প্রশিক্ষণ অনুষ্ঠানের আয়োজন করা উচিত। ব্যস্ত পাবলিক স্পেস এবং ইভেন্ট চলাকালীন প্রাথমিক চিকিৎসার কিট এবং জীবন রক্ষাকারী ডিভাইস যেমন অটোমেটেড এক্সটার্নাল ডিফিব্রিলেটর উপলব্ধ করা উচিত।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join