শিলিগুড়িতে তৈরি হবে রিচা ঘোষের নামে ক্রিকেট স্টেডিয়াম! উত্তরবঙ্গ থেকে ঘোষণা মমতার

Published:

Richa Ghosh Cricket Stadium
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: সদ্য মহিলা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। বাঙালি হিসেবে প্রথম বিশ্বকাপ ঘরে এনেছে শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ। এবার তাঁর নামেই স্টেডিয়াম (Richa Ghosh Cricket Stadium) তৈরি করার ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে উত্তরকন্যা থেকে নিজেই ঘোষণা করলেন, শিলিগুড়ির মাটিগাড়া অঞ্চলে এই স্টেডিয়াম তৈরি হবে। মহিলাদের বিশ্বকাপ জেতার পর একের পর এক সংবর্ধনা যেন পেয়েই যাচ্ছেন বাংলার ঘরের মেয়ে।

উল্লেখ্য, জেতার পর রিচা জানিয়েছিলেন যে, পরিবার নিয়ে কলকাতায় আসার সিদ্ধান্ত তাঁর বাবা-মা যদি না নিতেন, তাহলে কোনওভাবেই তাঁর কেরিয়ারে উন্নতি হত না। পুরোটাই তাঁর পরিবারের কৃতিত্ব। তিনি নিজেই বলেছেন যে, শিলিগুড়ির অবকাঠামগত উন্নতি হওয়া প্রয়োজন। আমাকে আমার পরিবার কলকাতা নিয়ে গিয়েছিল বলেই আমি খেলাধুলায় অংশগ্রহণ করতে পেরেছি। শুধু ক্রিকেট নয়, বরং এখন মেয়েরা অন্যান্য খেলার প্রতিও আগ্রহ দেখাচ্ছে। তাই খেলাধুলার পরিকাঠামগত উন্নয়ন প্রয়োজন। আর উত্তরবঙ্গে ক্রিকেট স্টেডিয়ামের দরকার।

বড়সড় ঘোষণা মমতার

আজ উত্তরকন্যায় প্রশাসনিক সভায় মমতা স্পষ্ট বলেন যে, মাত্র ২২ বছর বয়সে বাংলার মেয়ে রিচা ঘোষ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। আমাদের নেতারা তাঁর শহরে সংবর্ধনারও আয়োজন করেছেন। সিএবি’র তরফ থেকেও তাঁকে সংবর্ধনা জানানো হয়েছে। তবে তাঁর জন্য আমরা একটি স্টেডিয়াম তৈরি করতে চাই। শিলিগুড়িতেই হবে একটি ক্রিকেট স্টেডিয়াম। প্রায় ৭০০ একর জমির রয়েছে। আমি মেয়রকে বলব ক্রিকেট স্টেডিয়ামের পরিকল্পনা শুরু করতে। আর এটিকে ‘রিচা ঘোষ স্টেডিয়াম’ হিসেবেই তৈরি করা উচিত, যাতে ভবিষ্যতে মানুষ তাঁর পারফরমেন্স মনে রাখে ও অনুপ্রাণিত হয়।

আরও পড়ুনঃ আশঙ্কাই সত্যি, বাংলাদেশকে ব্যবহার করে ভারতে বিরাট হামলা চালাতে পারে হাফিজ সইদ!

বলাবাহুল্য, বিশ্বকাপ জেতার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিচাকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন। এমনকি কলকাতায় সংবর্ধনা অনুষ্ঠানে তাঁকে পুলিশের ডিএসপি পদে চাকরি দেওয়া হয় এবং সিএবি’র তরফ থেকে ৩৪ লক্ষ টাকা নগদ পুরস্কার ও সোনার চেন দেওয়া হয়। ৫২ বছর পর প্রথমবার ভারতীয় মহিলা ক্রিকেট দল বিশ্বকাপ ঘরে এনেছে। আর এই জয়ের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন রিচা ঘোষ। এমনকি ক্রিকেটের মঞ্চে বাঙালি হিসেবে তিনিই প্রথম বিশ্বকাপ জয়ী। সে কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গবাসীর জন্য এই বড়সড় উপহার।

 

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join