প্রীতি পোদ্দার, কলকাতা: গত শুক্রবার সর্বোচ্চ আদালতের দিকে তাকিয়ে ছিলেন অসংখ্য রাজ্য সরকারি কর্মচারীরা। কারণ ওই দিনেই বহু প্রতীক্ষিত ডিএ মামলার শুনানি (DA Case In Supreme Court) ঘোষণা করার কথা ছিল। সেক্ষেত্রে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সর্বোচ্চ আদালতের বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে শুরু হয়েছিল DA মামলার শুনানি। আর তাতেই বড় জয় লাভ করে রাজ্য সরকারি কর্মচারীরা। অবশেষে সরকারি কর্মীরা বকেয়া হিসেবে ২৫% পেতে চলেছেন।
২৫ শতাংশ DA প্রদানের নির্দেশ সুপ্রিম কোর্টের
ওই দিন শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ প্রথমে জানিয়েছিল, বকেয়া ডিএ-র ৫০ শতাংশ দিয়ে দিতে হবে রাজ্যকে। বিচারপতি করোল বলেন, ‘‘এই মামলায় ট্রাইব্যুনাল কোর্ট, হাই কোর্টের ডিভিশন বেঞ্চ সব জায়গার রায় খতিয়ে দেখা গিয়েছে। সব ক্ষেত্রেই ডিএ-র পক্ষে রায় দেওয়া হয়েছে।’’ কিন্তু সেই রায় মানতে চায়নি রাজ্য। এই প্রসঙ্গে সরকারের তরফে আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি জানান, ৫০ শতাংশ বকেয়া ডিএ দেওয়া এখনই সম্ভব নয়। তখন শীর্ষ আদালত জানায়, ৫০ না হলেও অন্তত ২৫ শতাংশ বকেয়া DA দিতেই হবে রাজ্যকে।
পরবর্তী শুনানি কবে?
এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ দেওয়া হয় শুনানির দিন অর্থাৎ গত শুক্রবার থেকে পরবর্তী ছ’সপ্তাহের মধ্যে নির্দেশিকা পালন করতে হবে রাজ্য সরকারকে। এবং চার সপ্তাহের মধ্যে এই মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে লিখিত বক্তব্য জানাতে বলা হয়েছে। জানা গিয়েছে আগামী ৪ অগাস্ট শীর্ষ আদালতে ফের এই মামলার শুনানি হওয়ার কথা। এদিকে শীর্ষ আদালতের রায়ের কপি দেখে কিছুটা স্বস্তি পেয়েছে রাজ্য সরকার। কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ পালনের জন্য হাতে আরও দু’সপ্তাহ সময় পেয়ে গিয়েছে।
আরও পড়ুন: মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে ফের দাম কমল সোনার, পকেটে চাপ ফেলছে রুপো! আজকের রেট
ভাঁড়ে মা ভবানী অবস্থা সরকারের!
রাজ্য সরকারের খরচের হিসাব দেখলে প্রাথমিকভাবে জানা যাবে রাজ্যের কোষাগারের একটা বড় অংশ বেরিয়ে যায় সামাজিক প্রকল্পের জন্য। ২০২৫-২৬ অর্থবর্ষে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যেমন বরাদ্দ করা হয়েছে ২৬,৭০০ কোটি টাকা। গতবারের থেকে সেটি একবারে ১২,০০০ কোটি টাকার মতো বেড়ে গিয়েছে। তারউপর রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটাতে নবান্নের কোষাগার থেকে কমপক্ষে আরও ১০,০০০ কোটি টাকা মতো বেরিয়ে যাবে। তাই রাজ্য সরকারি কর্মীদের ডিএয়ের টাকা কোথা থেকে আসবে, তা বের করতে এবার মাথার চুল ছিঁড়তে হবে নবান্নকে।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা বর্তমানে ১৮ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। কয়েক মাস আগে বাজেট বক্তৃতার সময়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৪ শতাংশ ডিএ বৃদ্ধির কথা জানিয়েছিলেন। যার দরুন ১৪ শতাংশ থেকে বেড়ে ডিএ হয় ১৮ শতাংশ। সেই বর্ধিত ডিএ কার্যকর হয় ১ এপ্রিল থেকে। যদিও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে এ রাজ্যের কর্মীদের মহার্ঘভাতার ফারাক এখনও ৩৭ শতাংশেই আটকে রয়েছে।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |