অবশেষে প্রকাশিত হল কজলিস্ট, মঙ্গলবার কত নম্বরে DA কেস, জানাল সুপ্রিম কোর্ট

Published on:

da case supreme court

শ্বেতা মিত্র, কলকাতাঃ সময় বয়ে চলেছে অথচ বাংলার সরকারি কর্মীদের কপাল খোলার যেন নামই নেই। এদিকে নতুন বছর অর্থাৎ ২০২৫ সাল পড়ে গিয়েছে। নতুন বছরে এই বিষয়ে সুপ্রিম কোর্ট কি রায় দেয় সেদিকে তাকিয়ে রয়েছেন সকলে। পঞ্চম বেতন কমিশনের অধীনে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ (Dearness Allowance) মামলার শুনানি মঙ্গলবার, ৭ জানুয়ারি সুপ্রিম কোর্টে রয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চ সেই মামলার শুনানিতে যোগ দেওয়ার জন্য আবেদন করবে কিনা তা নিয়ে নজর থাকবে। তবে এবার এই বিষয়ে প্রকাশ্যে এল আরও বড় আপডেট যা শুনলে খুশি হয়ে যাবেন সকলে।মঙ্গলবার DA মামলা কত নম্বরে উঠবে তা জানাল দেশের শীর্ষ আদালত।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সুপ্রিম কোর্টে DA মামলার শুনানি | DA Case In Supreme Court |

জানা গিয়েছে, মঙ্গলবার বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি এসভিএন ভাট্টির বেঞ্চে ডিএ মামলা উঠবে। আর এই মামলাটি ৪৫ নম্বরে আছে। এই বিষয়ে শুক্রবার শীর্ষ আদালতের তরফে কজলিস্ট প্রকাশ করা হয়। সেটা অনুযায়ী, চার নম্বর আদালতকক্ষে একেবারে শেষে রয়েছে DA মামলা। সকাল ১০ টা ৩০ মিনিট থেকে আদালতের কার্যক্রম শুরু হবে। তারপর ধাপে-ধাপে ডিএ মামলা ওঠার কথা আছে। স্বভাবতই ঠিক কোন সময় থেকে ডিএ মামলার শুনানি শুরু হতে পারে, তা এখনই হলফ করে বলা সম্ভব নয়।

সুবিচার পাবেন সকলে?

২০২২ সালের ২০ মে হাইকোর্টে ডিএ মামলা উঠলে আদালত রাজ্য সরকারকে তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয়। তবে সে সময় জেতার পরও বকেয়া বেতন পরিশোধ করা হয়নি। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে রিভিউ পিটিশন দাখিল করে রাজ্য সরকার, যদিও তা খারিজ হয়ে যায়।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এদিকে, রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেছে রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের তিনটি কর্মী সংগঠন। সেই মামলার মধ্যেই সুপ্রিম কোর্টে বিচারাধীন পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের DA মামলায় যোগদানের প্রস্তুতি চলছে বলে খবর। জানা গেছে, ডিএ মামলায় যুক্ত হতে পুরোদমে কাজ চলছে। থাকবেন আইনজীবীদের সবচেয়ে নামকরা টিম। যাইহোক, আগামী ৭ জানুয়ারি কী হয় সেদিকে নজর থাকবে সকলের।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group