৮% বাড়বে DA? বাজেট পেশের আগেই বিরাট খবর

Published on:

DA may increase in today's budget for WB government employees

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অবশেষ DA বাড়তে চলেছে রাজ্যের সরকারি কর্মীদের! পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা 6 শতাংশ থেকে 8 শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। হ্যাঁ, সম্প্রতি এমন খবরই উঠছে নানা মহলে। 6 শতাংশ DA বৃদ্ধির জল্পনার মাঝেই অনেকেই বলছেন কর্মীদের ভবিষ্যতের কথা ভেবে 6 শতাংশ নয়, খুব শীঘ্রই 8 শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করতে পারেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

এক্সক্লুসিভ খবর পড়তে জয়েন করুন Join Now

6 শতাংশ DA বাড়লে লাভ হবে অনেকটাই

বেশ কিছু রিপোর্ট মারফত খবর, 6 শতাংশ DA বৃদ্ধির জল্পনা সত্যি হলে রাজ্য সরকারের বেতনভুক্ত কর্মচারীদের মহার্ঘ ভাতা বেড়ে 20 শতাংশে গিয়ে ঠেকবে। বর্তমানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14 শতাংশ DA পান। সরকারের কৃপায় যদি সেই পরিমাণটা 6 শতাংশ বাড়ে সেক্ষেত্রে মহার্ঘ ভাতা 20 শতাংশ হবে। তবে জল্পনায় আরও কিছুটা মদত দিয়ে রাজ্য সরকার যদি কর্মীদের মহার্ঘ ভাতা 7 থেকে 8 শতাংশ পর্যন্ত বৃদ্ধি করে তবে কর্মীদের DA হয়ে দাঁড়াবে 21-22 শতাংশ।

আদৌ DA বাড়বে কর্মীদের?

রাজ্যের সরকারি কর্মচারীদের DA বা মহার্ঘ ভাতা এখনই বাড়বে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয়ে রয়েছে। তবে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশীষ শীল কর্মীদের DA বৃদ্ধি নিয়ে যথেষ্ট আশাবাদী। তাঁর মতে, এবারের বাজেটে DA বাড়তে পারে সকলের। পাশাপাশি খুব শীঘ্রই নয়া বেতন কমিশনের ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী চন্দ্রিমা। তবে ভাতা বৃদ্ধির কথা বললেও তার হার কতটা বাড়বে সে বিষয়ে যথেষ্ট চিন্তিত দেবাশীষ। তিনি বলেন, সরকারি কর্মীদের DA বাড়লেও শতাংশের নিরিখে তার হার খুব একটা বেশি হবে না।

প্রিমিয়াম খবর পড়তে জয়েন করুন Join Now

বেতন ও পেনশন খাতে বরাদ্দ বাড়াবে রাজ্য সরকার?

পশ্চিমবঙ্গের সরকারি বেতনভুক্ত কর্মীদের মহার্ঘ ভাতার পাশাপাশি পেনশন প্রাপ্ত সকল অবসরপ্রাপ্তদের পেনশন খাতে বরাদ্দ বৃদ্ধি করেই চলেছে সরকার। 2023-24 অর্থবর্ষে রাজ্য সরকারের তরফ কর্মীদের বেতন এবং পেনশন বাবদ বরাদ্দ অনেকটাই বেড়েছিল। টাকার অংকটা গিয়ে দাঁড়িয়েছিল 89 হাজার কোটিতে। সেই সূত্র ধরেই পরের বছর অর্থাৎ 2024-25 বর্ষের বাজেটে রাজ্য সরকারের বেতনভুক্ত কর্মীদের মাসিক বেতন ও পেনশন খাতে বরাদ্দ বেড়ে হয়েছিল 90 হাজার কোটি টাকা। মনে করা হচ্ছে, এবার সেই পথ ধরেই চলতি অর্থ বর্ষেও DA বাড়বে পশ্চিমবঙ্গের ষষ্ঠ বেতন কমিশনের আওতায় থাকা সকল বেতনভুক্ত কর্মীদের।

অবশ্যই পড়ুন: গরম অতীত, ফিরছে শীত! তাপমাত্রা কমবে ২-৩ ডিগ্রি অবধি, আবহাওয়ার খবর

শেষ পর্যন্ত কোন পথে হাঁটবে মমতার সরকার?

বেশ কিছু সংবাদমাধ্যম সূত্রে খবর, রাজ্য সরকারের হাত ধরে চলতি অর্থ বর্ষে মহার্ঘ ভাতা বৃদ্ধি পায় কিনা সেদিকে নজর রয়েছে রাজ্যের বেতনভুক্ত কর্মচারীদের। পাশাপাশি প্রতিশ্রুতি অনুযায়ী অর্থমন্ত্রীর গলায় নতুন বেতন কমিশনের ঘোষণা শুনতেও বিকেল চারটে পর্যন্ত অপেক্ষা করছেন রাজ্যের সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত কর্মীরা। ফলত, বুধবার বিকেল চারটের বিধানসভা বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঠিক কী সিদ্ধান্ত নেন সেদিকেই তাকিয়ে প্রাক্তন-বর্তমান সরকারি কর্মীদের একটা বড় অংশ।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group