সহেলি মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে বাংলায় ততই একের পর এক রেল রুটের দাবি জানানো হচ্ছে। ইতিমধ্যে বেশ কিছু পুরনো রেলপথ আবার নতুন কিছু রেলপথ তৈরির অনুমোদন মিলেছে, সেইসঙ্গে কাজও চলছে জোরকদমে। তবে এখনও অবধি এমন বহু জায়গা রয়েছে যেখানে পৌঁছাতে হলে মানুষকে অনেকটা ঘুরে যেতে হয়। যেমন এখনও অবধি হাওড়া, শিয়ালদা আসতে বেশ কিছু ট্রেন চেঞ্জ করে তবে আসতে পারেন সাধারণ মানুষ। এসবের মাঝেই এবার পুরনো রুটে নতুন করে লোকাল ট্রেন চালানোর দাবি জানানো হল। আর এই রেল রুট হল দুর্গাপুর-হাওড়া (Durgapur Howrah Local Train)।
দুর্গাপুর থেকে হাওড়া অবধি ছুটবে লোকাল ট্রেন?
দুর্গাপুর থেকে হাওড়া আবার হাওড়া থেকে দুর্গাপুর অবধি প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন। কিন্তু একটা বড় সমস্যা রয়েছে, আর সেটা হল এই দুটি গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে সরাসরি কোনও ট্রেন নেই। প্রথমে বর্ধমান আসতে হয় তারপর সেখান থেকে ট্রেন বদল করতে হয়। আর এই ব্যাপারটি বেশ সময় সাপেক্ষ, আর এই গরমে তো এনার্জি সব মাঝ রাস্তাতেই শেষ হয়ে যাবে। এহেন পরিস্থিতিতে এবার দুর্গাপুর থেকে হাওড়া কিংবা হাওড়া থেকে দুর্গাপুর অবধি লোকাল ট্রেন চালানোর দাবি তুললেন সাধারণ মানুষ। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।
এই ট্রেন পরিষেবা শুরু হলে যাত্রী সাধারণের অনেক সুবিধা যে হবে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবে এই দাবি কিন্তু নতুন নয়, দীর্ঘদিন পুরনো। এই বিষয়ে রেলের কাছে বেশ কিছু আবেদনও জমা পড়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আসানসোল ডিভিশনের মানকর, গলসি, পারাজ সহ বহু স্টেশনের নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ যাত্রীরা দুর্গাপুর থেকে সরাসরি হাওড়া যাতায়াতের জন্য লোকাল ট্রেন চালুর দাবি করেছেন। একটু পুরনো সময়ে ফিরে গেলে জানা যাবে, ২০০৭ সালে তৎকালীন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদব দুর্গাপুরে রেলের একটি উড়ালপুলের শিলান্যাস করতে হাজির হয়েছিলেন। সেইসময় মানুষ তাঁর কাছে লোকাল ট্রেন চালানোর দাবি জানিয়েছিলেন। তিনি আশ্বাসও দিয়েছিলেন, কিন্তু মাঝে বেশ কিছুটা সময় কেটে গেলেও কাজের কাজ কিছু হয়নি।
আরও পড়ুনঃ দিঘা যাওয়া আরও সহজ, বাড়তি ট্রেনের ঘোষণা রেলের! দেখে নিন সময়সূচী
উপকৃত হবেন যাত্রীরা
সাধারণ মানুষের দাবি, বর্তমানে হাওড়া পর্যন্ত যাতায়াতের ক্ষেত্রে আসানসোল-বর্ধমান লোকালে ধরে বর্ধমান স্টেশনে নামতে হয়। এরপর যাত্রীদের ফের হাওড়াগামী ট্রেন ধরতে হয়। এর জন্য অনেকটাই সময় নষ্ট হয়। এদিকে মেল-এক্সপ্রেস ট্রেন চলাচল করলেও সেটা অনেকটাই ব্যয়বহুল। লোকাল ট্রেন চলাচল করলে সেক্ষেত্রে ভাড়া অনেকটাই কমবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |