সহেলি মিত্র, কলকাতা: আগামী দিনে উত্তরবঙ্গ যাওয়ার হবে আরও সহজ। সেক্ষেত্রে এবার বিরাট পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্র রাজ্য পিডব্লিউডি থেকে দার্জিলিং-শিলিগুড়ি সংযোগকারী জাতীয় সড়ক ১১০ (NH110) একটি কেন্দ্রীয় সংস্থার কাছে হস্তান্তর করেছে। পাহাড়ি রাস্তার রক্ষণাবেক্ষণ ও মেরামতের দায়িত্ব জাতীয় মহাসড়ক ও অবকাঠামো উন্নয়ন কর্পোরেশন লিমিটেড (এনএইচআইডিসিএল) এর কাছে হস্তান্তর করা হয়েছে।
বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র
সড়ক, পরিবহন ও মহাসড়ক মন্ত্রক কর্তৃক জারি করা একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “জাতীয় মহাসড়ক আইন, ১৯৫৬ এর ধারা ৫ দ্বারা প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে, কেন্দ্রীয় সরকার এতদ্বারা নির্দেশ দিচ্ছে যে জাতীয় মহাসড়ক ও অবকাঠামো উন্নয়ন কর্পোরেশন লিমিটেড এই অংশের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ সম্পর্কিত কাজ করবে।” জানা গিয়েছে, ৭৭ কিলোমিটার দীর্ঘ এই মহাসড়কের রক্ষণাবেক্ষণ ও মেরামতের দায়িত্ব এতদিন বেঙ্গল পিডব্লিউডি (হাইওয়ে বিভাগ) এর হাতে ছিল।
২০২৪ সালের ডিসেম্বরে, শিলিগুড়ি ও সিকিমের সাথে সংযোগকারী জাতীয় সড়ক ১০-এর ৫২ কিলোমিটার অংশ বেঙ্গল PWD থেকে NHIDCL-এর কাছে হস্তান্তর করা হয়। এনএইচআইডিসিএল হল কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের সম্পূর্ণ মালিকানাধীন একটি কোম্পানি।
আরও সহজ হবে পাহাড় ভ্রমণ
কেন্দ্র ও রাজ্য সরকারের এহেন উদ্যোগের ফলে আগামী দিনে পাহাড় যাওয়া আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে। এই বিষয়ে দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্ত বলেন, “১২ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে আমার অনুরোধের পরিপ্রেক্ষিতে দার্জিলিং থেকে শিলিগুড়ির সাথে কার্সিয়ং হয়ে সংযোগকারী NH110 (পূর্বে NH55) NHIDCL-তে স্থানান্তরের নির্দেশ দেওয়ার জন্য আমি সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করিকে লেখা এক চিঠিতে দার্জিলিং সাংসদ অভিযোগ করেছেন যে, বাংলার গণপূর্ত বিভাগের জাতীয় সড়ক বিভাগ মহাসড়ক রক্ষণাবেক্ষণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, যার ফলে স্থানীয়দের প্রচুর অসুবিধা হচ্ছে, পর্যটকদের আগমন হ্রাস পাচ্ছে, ব্যবসার ক্ষতি হচ্ছে, ট্র্যাফিক জ্যাম হচ্ছে এবং দূষণ বৃদ্ধি পাচ্ছে। যাইহোক, NHIDCL গ্যাংটক-শিলিগুড়ি (NH10) হাইওয়ে মেরামতের কাজ শুরু করেছে।
আরও পড়ুনঃ ভারতীয় রেলের আজব ট্রেন যেটি একই সময়ে ৩ স্টেশন দিয়ে যায়! কীভাবে? জেনে নিন
এনএইচআইডিসিএল-এর মতে, ৯ থেকে ১১ মে এবং ১৩ থেকে ১৫ মে পর্যন্ত বিভিন্ন সময়কালে এই অংশে সকল ধরণের যানবাহনের চলাচল বন্ধ থাকবে। এনএইচআইডিসিএল-এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে সেবক এবং রংপোর মধ্যে জাতীয় সড়ক ১০-এর ৫২.১ কিলোমিটার অংশটি সকাল ৫টা থেকে ৭টা, সকাল ৮টা থেকে ১০টা, সকাল ১১টা থেকে ১টা, দুপুর ২টা থেকে ৪টা এবং বিকেল ৫টা থেকে ৭টা পর্যন্ত যানবাহন চলাচলের জন্য বন্ধ থাকবে।