ডিসেম্বরেই DA বাড়াতে পারে পশ্চিমবঙ্গ সরকার, এবার কতটা? আশার আলো সরকারি কর্মীদের জন্য

Published on:

dearness allowance bengal

শ্বেতা মিত্র, কলকাতাঃ যত সময় করছে ততই বাংলা সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) বৃদ্ধির দাবি জোড়াল হচ্ছে। একদিকে যখন লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৩ শতাংশ হারে DA পাচ্ছেন সেখানে বাংলা সরকারি কর্মীদের কপাল যেন খুলতেই চাইছে না। বিগত কয়েক মাস ধরে বকেয়া এবং কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধির দাবিতে আন্দোলন করেই চলেছেন সরকারি কর্মীরা। তারপরও যেন সরকার সেদিকে কর্ণপাত করতে রাজি নয় বলে অভিযোগ। তবে শোনা যাচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বর মাসেই হয়তো ডিএ বা মহার্ঘ্য ভাতা বৃদ্ধি করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার! সত্যি কি তাই? অবশেষে কি তাহলে লক্ষ লক্ষ সরকারি কর্মীর আশা পূর্ণ হতে চলেছে বছর শেষ হওয়ার আগেই বিশদে জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির উপর।

ডিএ বাড়বে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের?

WhatsApp Community Join Now

বর্তমানে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ সরকারি কর্মী ষষ্ঠ বেতন পে কমিশনের আওতায় ১৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মী থেকে শুরু করে বিভিন্ন রাজ্য সরকারি কর্মীরা ৫৩ শতাংশ কিংবা ৫০ শতাংশ হারে মহার্ঘ্য ভাতা পাচ্ছেন। অর্থাৎ সেখানে বাংলা সরকারি কর্মীদের সঙ্গে কেন্দ্রের বা অন্যান্য রাজ্যের সরকারি কর্মীদের ডিএ-র ফারাক আকাশছোঁয়া। তবে অবশেষে এই ফারাক হয়তো কিছুটা হলেও আগামী মাসের মধ্যে মিটতে পারে বলে মনে করছেন সরকারি কর্মীরা।

বাংলায় কবে সপ্তম বেতন পে কমিশন কার্যকর হবে, সেই সঙ্গে সকলে ডিএ-র মাত্রা কবে বাড়বে, সেই অপেক্ষায় চাতক পাখির মতন সরকারের দিকে তাকিয়ে রয়েছেন লক্ষ লক্ষ সরকারি কর্মী।

কী বলছে সরকার?

যদিও এ বিষয়ে এখন অবধি ‘স্পিকটি নট’ মোডে রয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সত্যি কি আগামী ডিসেম্বর মাসে সকলের মহার্ঘ ভাতা বাড়াবে সরকার এ বিষয়ে এখনও অবধি কিছু বলতে রাজি নয় পশ্চিমবঙ্গ সরকার। উল্লেখ্য, ২০২৩ সালের ২১ ডিসেম্বর কলকাতার পার্কস্ট্রিটে ক্রিসমাস উৎসবের সূচনায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই মঞ্চ থেকেই তিনি ঘোষণা করেছিলেন যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হবে। আর সেই ঘোষণার ফলে ২০২৪ সালের জানুয়ারি থেকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ১০ শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন। তারপর এপ্রিল থেকে আরও চার শতাংশ ডিএ বাড়ানো হয়েছে।

সঙ্গে থাকুন ➥
X