সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের (Durgapur) প্রাণকেন্দ্র বলা যায় ডিভিসি মোড়কে। আর সেখানে ১৯ নম্বর জাতীয় সড়কে প্রতিদিন হাজার হাজার গাড়ির চাপ থাকে। তবে এখানকার ইউ-টার্ন উড়ালপুলটি বহুদিন ধরে দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। জানা যাচ্ছে, সংকীর্ণ নকশা, গার্ডওয়ালের দুর্বলতা আর রাস্তায় নিয়মিত ফাটল, সব মিলিয়ে প্রতিদিন আতঙ্কে থাকছে সাধারণ মানুষ। এমনকি অনেক প্রাণহানির ঘটনাও ঘটছে।
তবে অবশেষে আশার আলো মিলল। স্থানীয় মানুষের দীর্ঘ দাবির প্রেক্ষিতে বর্ধমান দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ জানিয়েছেন, DVC মোড়ে বিকল্প উড়ালপুল তৈরি করতে কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়গড়ি ইতিমধ্যেই অনুমোদন দিয়েছেন। এমনকি এই নতুন উড়ালপুলের জন্য প্রকল্পের রিপোর্ট করার কাজ শুরু হয়ে গিয়েছে।
কেন সমস্যা ডিভিসি মোড়ে?
স্থানীয় বাসিন্দারা বলছে, ডিভিসি মোড় মূলত উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গ আর দক্ষিণ ভারতের বাণিজ্য করিডোর। চার লেনের সিটি সেন্টার-ডিভিসি মোড় ও বিসি বাইপাসের কারণে যানবাহনের চাপ প্রচুর থাকে। আর এর মধ্যে বিপজ্জনক ইউ-টার্ন উড়ালপুলটি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। গাড়ি নীচে পড়ে যাওয়ার আতঙ্ক, রাতের অন্ধকারে গার্ডোয়াল ভেঙে দুর্ঘটনা, যানজট, সব মিলিয়ে যেন ভোগান্তির কোনও শেষ নেই। তাই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছিলেন যে, অন্তত একটি সোজা উড়ালপুল অথবা আলাদা দুটি ওয়ান-ওয়ে ইউ-টার্ন উড়ালপুল যাতে তৈরি করা হয়।
আরও পড়ুনঃ উজ্জ্বলা যোজনায় আরও ২৫ লক্ষ মহিলাকে বিনামূল্যে LPG কানেকশন দেবে সরকার
সংসদের উদ্যোগেই এগোল কাজ
উল্লেখ্য, প্রাক্তন পূর্ত প্রতিনিধি দেবব্রত সাঁই এই বিষয়টি কীর্তি আজাদকে জানিয়েছিলেন। তাঁর লাগাতার চেষ্টার ফলেই সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়িকে লিখিতভাবে নতুন উড়ালপুলের প্রস্তাব দিয়েছেন। সোমবার দুর্গাপুরের সাংবাদিক বৈঠকে কীর্তি আজাদ জানিয়েছেন, ১৯ নম্বর জাতীয় সড়কের উপর তৈরি বর্তমান উড়ালপুলটি সম্পূর্ণ অপরিকল্পিত ভাবেই তৈরি। নকশা ত্রুটির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সাধারণ মানুষের জীবন বিপন্নের মুখে। সেই কারণেই আমি বিষয়টি কেন্দ্রীয় মন্ত্রীর কাছে তুলে ধরেছি। সৌভাগ্যবশত খুব দ্রুত অনুমোদন মিলেছে।