কাজে আসে না WBBSE-র টেস্ট পেপার! পর্ষদের বিরুদ্ধেই অভিযোগ শিক্ষকদের

Published on:

wbbse

প্রীতি পোদ্দার, কলকাতা: হাতে মাত্র আর কয়েকদিন বাকি। বছর শুরু হওয়ার মধ্যে দিয়েই পরীক্ষার দিন গোনা শুরু হয়ে যাবে মাধ্যমিক পরীক্ষার্থীদের। আগামী বছর মাধ্যমিক শুরু হবে ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক। ইতিমধ্যেই মাধ্যমিকের টেস্ট শেষ হয়েছে নভেম্বরের শেষে। এখন চলছে পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি। আর এই আবহে ফের বিতর্কে উঠে এল মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিকের টেস্ট পেপার।

এখনও প্রকাশিত হয়নি পর্ষদের টেস্ট পেপার

WhatsApp Community Join Now

প্রতি বছর পর্ষদের তরফ থেকে বিনামূল্যে মাধ্যমিক পরীক্ষার্থীদের বিনামূল্যে টেস্ট পেপার দেওয়া হয়ে থাকে। সেই পেপার দিন রাত সমাধান করে পড়ুয়ারা পরীক্ষার শেষ প্রস্তুতি সম্পূর্ণ করে। কিন্তু এইমুহুর্তে বাজারে বেসরকারি উদ্যোগে টেস্ট পেপার প্রকাশিত হয়ে গেলেও মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার এখনও স্কুলে পৌঁছল না। এদিকে পরীক্ষার সময় প্রায় এগিয়ে এল। কবে প্রকাশ হবে টেস্টপেপার সেই দিকে তাকিয়ে রাজ্যের লক্ষ লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী। এই আবহে মধ্যশিক্ষা পর্ষদের বিরুদ্ধে বিভিন্ন স্কুলের শিক্ষকদের অভিযোগ যেন উপচে পড়েছে।

জানা গিয়েছে, প্রতি বছর পর্ষদের তরফ থেকে বিনামূল্যে টেস্ট পেপার প্রকাশ হতে হতে মাধ্যমিক পরীক্ষা প্রায় সামনে চলে আসে। ফলে সেই টেস্ট পেপার দেখে প্রশ্নপর্ব সমাধান করার সময় খুব কম হাতে পায় পরীক্ষার্থীরা। শেষে কিছুটা বাধ্য হয়েই বাজারে আসা বেসরকারি টেস্ট পেপার দাম দিয়ে কিনছে পড়ুয়ারা। যার ফলে বেশ সমস্যায় পড়েন তাঁরা। এই নিয়ে অনেকবার পর্ষদকে চিঠি দেওয়া হয়েছিল। আর্জি জানানো হয়েছিল যাতে চলতি ডিসেম্বরের মাঝ পর্বের মধ্যেই টেস্ট পেপার যেন প্রকাশ পায়।

পর্ষদের বিরুদ্ধে বড় অভিযোগ শিক্ষকদের

এই প্রসঙ্গে শিক্ষকদের অভিযোগ, গত বছর মাধ্যমিক পরীক্ষা ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল। কিন্তু পর্ষদ আনুষ্ঠানিক ভাবে টেস্ট পেপার প্রকাশ করে ১৯ ডিসেম্বর। কিন্তু সেই টেস্ট পেপার স্কুলে স্কুলে বিলি হতে হতে জানুয়ারির প্রথম সপ্তাহ হয়ে যায়। কোনও কোনও স্কুলে তারও পরে টেস্ট পেপার পৌঁছোয়। যার ফলে পরীক্ষার্থীরা একদমই সময় পায়নি টেস্ট পেপার সমাধান করার। অথচ পর্ষদের নাকি ১০ লাখের উপর টেস্ট পেপার তৈরি করতে লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে। যা পুরোটাই অপচয় হচ্ছে। এই প্রসঙ্গে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারীও পর্ষদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন।

তিনি জানিয়েছেন, গত বছর মাধ্যমিক পরীক্ষার আগের মুহূর্তে টেস্ট পেপার পেয়ে পড়ুয়াদের লাভ হয়নি। তাই সরকারের উচিত সঠিক সময় টেস্ট পেপার প্রকাশ করা। কারণ নিখরচার টেস্ট পেপার গরিব পড়ুয়াদের খুবই উপকার হয়।’ অন্যদিকে ABTA টেস্ট পেপার প্রকাশ করে ফেলেছে ইতিমধ্যে। নিখিল বঙ্গ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুকুমার পাইন বলেন, ‘‘এ বার এবিটিএ-র টেস্ট পেপার ৩ ডিসেম্বর প্রকাশ হয়েছে। তিন লাখ ২০ হাজারের মতো টেস্ট পেপার বেরিয়েছে। সব জেলায় পৌঁছেও গিয়েছে।’’ আর তাতেই প্রশ্ন উঠছে তাহলে মধ্যশিক্ষা পর্ষদ এখনও কেন টেস্ট পেপার প্রকাশের নির্দিষ্ট সময় দিতে পারছে না।

কী বলছে পর্ষদ?

যদিও পর্ষদের এক কর্তা জানাচ্ছেন, টেস্ট পেপার তৈরির কাজ শেষের দিকে। খুব শীঘ্রই প্রকাশিত হবে। এত দিনে টেস্ট পেপার প্রকাশ হয়ে যেত। পর্ষদের পাল্টা অভিযোগ, স্কুলগুলোকে যে ভাবে টেস্টের প্রশ্ন মেল করে পাঠাতে বলা হয়েছিল, সবাই সেই নিয়ম মানেনি। কোনও কোনও স্কুল প্রশ্নের ছবি কোনওরকমে তুলে মেল করে পাঠিয়ে দিয়েছে। অস্পষ্ট সেই ছবি থেকে প্রশ্ন বানানো একদমই যাচ্ছে না।” তবে এইমুহুর্তে জানা যাচ্ছে টেস্ট পেপারও ছাপার কাজ শেষ। প্রায় দশ লক্ষের মতো টেস্ট পেপার ছাপা হচ্ছে। আশা করা যাচ্ছে, মাঝ ডিসেম্বর থেকে স্কুলে স্কুলে পাঠানো শুরু হবে।

সঙ্গে থাকুন ➥
X