দুর্গাপুর-হাওড়া AC লোকালের দাবিতে চিঠি রেলমন্ত্রীর কাছে, আশ্বাস দিলেন অশ্বিনী বৈষ্ণব

Published:

durgapur howrah ac local
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে এবার দুর্গাপুর হাওড়া এসি লোকাল (Durgapur Howrah AC Local) ট্রেন পরিষেবা চালু করার জন্য দাবি জানানো হয়েছে। বেশকিছুদিন ধরে বাংলার বুকে দাপিয়ে বেড়াচ্ছে প্রথম এসি লোকাল ট্রেন। এদিকে এই ট্রেন পেয়ে বেজায় খুশি শিয়ালদা-রানাঘাট রুটের নিত্য যাত্রীরা। পূর্ব রেলের তরফে চালু করা এই ট্রেন চালু হওয়ার দিন থেকেই রীতিমতো সুপারহিট। আগামী দিনে এরকম এসি লোকাল ট্রেন আরও বেশ কিছু রুটে চালানোর জন্য রেলের কাছে দাবি করছেন সাধারণ মানুষ। তবে এসবের মাঝেই দুর্গাপুর হাওড়া রুটে এসি লোকাল ট্রেনের পরিষেবার জন্য চিঠি গেল কেন্দ্রীয় রেল মন্ত্রীর কাছে।

এবার হাওড়া-দুর্গাপুর রুটে ছুটবে এসি লোকাল?

আসলে সামাজিক মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে। যেখান দেখা গিয়েছে, কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে এবার হাওড়া-দুর্গাপুর রুটে এসি লোকাল ট্রেন পরিষেবা চালু করার জন্য দাবি জানানো হয়েছে। আর সেই দাবির এবার পাল্টা দিয়েছেন অশ্বিনী বৈষ্ণব। রেলমন্ত্রীর কাছে এই নতুন রুটে ট্রেন চালু করার দাবি জানিয়েছেন দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা।

দুর্গাপুর হাওড়া AC লোকাল নিয়ে জবাব দিলেন রেলমন্ত্রী

গর ১৯ জুলাইয়ের একটি চিঠিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব লিখেছেন, ‘মাননীয় শ্রী অনুপ কুমার সাহা আপনার চিঠিতে উল্লিখিত পশ্চিমবঙ্গের দুর্গাপুর এবং হাওড়ার মধ্যে নতুন AC লোকাল ট্রেন পরিষেবার বিষয়টি বিস্তারিতভাবে পরীক্ষা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে।’ অর্থাৎ আগামী দিনে এই রুটে ট্রেন ছুটলেও ছুটতে পারে। আর এই ট্রেন পরিষেবা যদি একবার শুরু হয়ে যায় তাহলে বিপুলভাবে লাভবান হবেন সাধারণ মানুষ।

বর্তমানে শিয়ালদা-রানাঘাট রুটে যে এসি লোকালটি চলছে সেটির গোটা আসন সংখ্যা ১১২৬। সকাল ৮টায় ডাউন লোকাল হয়ে আসছে শিয়ালদহ পর্যন্ত। যাত্রাপথে দাঁড়াচ্ছে চাকদহ, কল্যাণী, কাঁচরাপাড়া, নৈহাটি, ব্যারাকপুর, খড়দহ, সোদপুর, দমদম, বিধাননগরে। আবার সন্ধ্যা ৬টা বেজে ৫০ মিনিটে শিয়ালদহ থেকে আপ লোকাল হয়ে ফিরে যাচ্ছে একই পথে।

আরও পড়ুনঃ মধ্যবিত্তদের ঝটকা, ফের বাড়ল সোনা-রুপোর দাম! আজকের রেট

কত ভাড়া?

দমদম পর্যন্ত এই ট্রেনের ভাড়া থাকছে ৩৫ টাকা, ব্যারাকপুর পর্যন্ত এই ট্রেনের ভাড়া থাকছে ৬০ টাকা, নৈহাটি পর্যন্ত এই ট্রেনের ভাড়া থাকছে ৯০ টাকা। রানাঘাট পর্যন্ত যেতে হলে দিতে হবে ১২০ টাকা। ঠিক একইভাবে মান্থলি টিকিটের ক্ষেত্রে দমদম পর্যন্ত যেতে হলে দিতে হবে ৬২০ টাকা, ব্যারাকপুর পর্যন্ত ১২৭৫, নৈহাটি পর্যন্ত মান্থলি ১৮১০ টাকা, অন্যদিকে রানাঘাট পর্যন্ত মান্থলি হবে ২৪৩০ টাকা।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join