প্রীতি পোদ্দার, কলকাতা: বহু প্রত্যাশার পর অবশেষে রাজ্যের শেষ বিধানসভা বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের DA বা মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়। গত বুধবার বিধানসভায় বাজেট ভাষণ পেশের সময় পশ্চিমবঙ্গের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন যে রাজ্য সরকারি কর্মচারীদের ৪ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হচ্ছে। আর এই মহার্ঘ ভাতা কার্যকর হতে চলেছে ২০২৫ সালের ১ এপ্রিল থেকে। যার দরুন রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্ত মহার্ঘ ভাতার পরিমাণ বেড়ে ১৮ শতাংশ ঠেকল। যা কার্যকর হবে ১ এপ্রিল থেকে।
ফের সরকারি কর্মীদের তরফ থেকে বিক্ষোভের ডাক
এদিকে নতুন বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চমক দেখে সরকারের এই ঘোষণাকে ইতিবাচক দিক হিসাবেই তুলে ধরেছে তৃণমূল সরকারি কর্মীরা। তাই মুখ্যমন্ত্রীকে আনুষ্ঠানিক ভাবে ধন্যবাদ জানাতে চলেছে তৃণমূল-ঘনিষ্ঠ সরকারি কর্মচারীদের সংগঠন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। তবে এতে বেশ অখুশি আরেক সরকারি কর্মীদের দল। কারণ DA নিয়ে যে দাবি তোলা হয়েছিল সেটা পূরণ হয়নি। তাদের দাবি ছিল কেন্দ্রীয় হারে DA পাওয়ার। তাই এবার তাঁরা প্রতিবাদ বিক্ষোভ শুরুর দাবি জানালো হল। বিশেষ সূত্রে জানা গিয়েছে আগামী ১৮ এবং ১৯ ফেব্রুয়ারি রাজ্য জুড়ে পাল্টা প্রতিবাদ বিক্ষোভ সংঘটিত করবে বামপন্থী সরকারি কর্মচারী সংগঠন কো-অর্ডিনেশন কমিটি।
কী কারণে এই বিক্ষোভ?
সূত্রের খবর, সংগঠনের চেয়ারম্যান মানস ভুঁইয়া এবং আহ্বায়ক প্রতাপ নায়েক এই কর্মসূচির বিষয়ে ইতিমধ্যেই নির্দেশ পাঠিয়েছেন রাজ্যের বিভিন্ন দফতরে। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, ‘‘যে কোনও সরকারি কর্মচারী সংগঠনের কর্তব্য হল সরকারি কর্মচারীদের স্বার্থ সুরক্ষিত করা। কিন্তু দেখা যাচ্ছে, তৃণমূল সমর্থিত সরকারি কর্মচারী ফেডারেশন ঠিক মত কাজ করছে যা কোনও সরকারি কর্মচারী সংগঠনের পক্ষে কাম্য নয়। তাই DA নিয়ে সরকার কর্মচারীদের দাবি পূরণ করতে ব্যর্থ হয়েছে। তাই আমরা যে ভাবে আন্দোলন চালাচ্ছি, সে ভাবেই আন্দোলন চলবে।’’
অন্যদিকে কো-অর্ডিনেশন কমিটির নেতা বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী বলেন, ‘‘সরকারি কর্মচারীরা বঞ্চিত হলে সরকার তথা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়, তা হলে তা পদলেহন ছাড়া আর কিছু বলা যায় না। তাই দাবি আদায়ের জন্য আমরা দু’দিনের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছি। আগামী ১৮-১৯ তারিখে রাজ্যের সরকারি অফিসে প্রতিবাদ কর্মসূচি হবে।’’ ২০২০ সালের ১ জানুয়ারি থেকে পশ্চিমবঙ্গে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হয়েছে। তারপর থেকে মোট চারটি দফায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে। আর এবারের বাজেটে পঞ্চম দফায় ডিএ বাড়ানো হবে বলে আশায় ছিলেন রাজ্য সরকারি কর্মচারীরা। সেই আশা পূরণ হলেও মন ভরল না রাজ্য সরকারি কর্মচারীরা।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |