আসানসোলের জুবলি মোড়ে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, পুড়ে খাক দাঁড়িয়ে থাকা ট্রাক

Published on:

Asansol

প্রীতি পোদ্দার, কলকাতা: আসানসোলের (Asansol) জনবহুল এলাকায় প্রকাশ্য রাস্তায় চলন্ত গাড়িতে আচমকাই লাগল আগুন। আজ সকালে ঘটনাটি ঘটেছে আসানসোলের জুবলিমোর রোডে। এই ঘটনায় সকাল সকাল আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। দমকল এসে বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে গাড়িটি অনেকটাই পুড়ে গিয়েছে। এমনকি গাড়ির ভিতরে থাকা সমস্ত যন্ত্রাংশ পুড়ে ছাই হয়ে গিয়েছে। আপাতত কোনও হতাহতের খবর নেই।

ঠিক কী ঘটেছিল?

স্থানীয় সূত্র অনুযায়ী, আজ অর্থাৎ বুধবার সকাল সকাল আসানসোলের জুবলিমোর রোডে পেট্রোল পাম্পের বিপরীতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে হঠাৎ করে ধোঁয়া ছাড়তে থাকে। নিমেষে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাড়ির ভিতরে ইলেকট্রনিক যন্ত্রাংশে ভরপুর ছিল গোটা ট্রাক। কিন্তু আচমকাই লেগে যায় আগুন। শুরু হয় তীব্র যানজট। এরপরই ভয়াবহ অগ্নি পরিস্থিতির মাঝে দমকলে যোগাযোগ করা হলে সঠিক সময়ে দমকল কর্মীরা না আসায় অভিযোগ ওঠে। এরপরে দমকল এসে বেশ কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে ঘটনার খবর পেতেই চলে আসে স্থানীয় পুলিশ।

গাড়িতে ছিল ইলেকট্রনিক্সের যন্ত্রাংশ

আসানসোলে জুবলি মোড়ে আগুন নিয়ন্ত্রণে আসার পর রাস্তায় যানবাহন ধীরে ধীরে ছাড়া হয়। যানযট কিছুটা কমতে থাকে। আগুন লেগে যাওয়ায় ট্রাকের চালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান যে, কলকাতা থেকে তিনি দিল্লি যাচ্ছিলেন। ভিতরে ছিল কম্পিউটার এবং অন্যান্য ইলেকট্রনিক্সের যন্ত্রাংশ, আচমকা গাড়ির ভিতর গরম তাপ অনুভব করায় সঙ্গে সঙ্গে ট্রাক থেকে নেমে যায়। তারপরেই জ্বলে ওঠে ট্রাকের পিছনের অংশ। কিন্তু কি কারণে ট্রাকে আগুন লেগেছে তার সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি। তবে পরিস্থিতি এইমুহুর্তে অনেকটাই নিয়ন্ত্রণে আছে।

আরও পড়ুন: গঙ্গাভাঙনে উদ্বিগ্ন শ্রীরামপুর! তলিয়ে যেতে পারে একাধিক বসতি, জমি

প্রসঙ্গত, গত মঙ্গলবার গভীর রাতে মহেশতলা থানার অন্তর্গত ইডেন সিটি গেটের উল্টো দিকে বজবজ ট্রাঙ্ক রোড-এর কাছে একটি যাত্রীবাহী চারচাকা গাড়িতে হঠাৎ আগুন লেগে যায়। যাত্রী নিয়ে রওনা দিচ্ছিলেন গাড়িটি, কিন্তু আচমকাই সেটি বন্ধ হয়ে যায়। এরপরই গাড়িতে থাকা যাত্রীরা গাড়ি থেকে নেমে পড়েন। চালক যখন গাড়ি বন্ধের কারণ অনুসন্ধান করতে যায় তখন হঠাৎ করেই গাড়ি দাউদাউ করে জ্বলে ওঠে। ভয়ে আতঙ্কিত হয়ে যায় যাত্রীরা। আগুন নেভানোর জন্য স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে। এবং ঘটনাস্থলে আসে মহেশতলা থানার পুলিশ। সেক্ষেত্রে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥