ভারতীয় সেনা জওয়ানকে অপমান করে গ্রেফতার ফিট বিশ্বজিৎ

Published on:

Updated on:

fit biswajit arrested

প্রীতি পোদ্দার, কলকাতা: ভারতকে শত্রুদের হাত থেকে রক্ষা করতে এবং শান্তি বজায় রাখতে সেনাবাহিনীদের অবদান যে অনেকটা তা আর বলার অপেক্ষা রাখে না। প্রতিনিয়ত দেশের জন্য নিজেদের প্রাণ বিসর্জন দিতে চলেছে একাধিক জওয়ান। কোনো কিছুতেই খামতি নেই তাঁদের। এমতাবস্থায় এই বীর সেনা জওয়ানদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে বসলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বিশ্বজিৎ বিশ্বাস (Fit Biswajit)। ফেসবুক লাইভে এসে তাঁদের কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন তুলতেই এবার গ্রেফতারির মুখে পড়লেন তিনি।

ভারতীয় সেনাবাহিনীকে কটাক্ষ ইনফ্লুয়েন্সারের

ফিট বিশ্বজিৎ নামের এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার একটি ভিডিওর মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছিলেন। সেই ভিডিওতে তিনি বলেছেন, ‘ডিএ নিয়ে এখন দিনের পর দিন আন্দোলন করছে কিছু মানুষ। মাইনে চলে গেল মাইনে চলে গেল এই নিয়ে গলা ফাটাচ্ছে। ৬০,০০০ থেকে ২ লক্ষ টাকা অবধি যারা মাইনে নেয় তাঁরা ৬ টাকারও কাজ করে না গ্যারেন্টি। আমি একদম অন ক্যামেরা বলছি। ভারতীয় সেনা নাকি দেশের জন্য কাজ করে। ধুর, কে দেশের জন্য কাজ করে, সবাই টাকার জন্য করে।’ এছাড়াও তিনি ভারতীয় সেনার উদ্দেশ্যে আরও বলেন যে, ‘তোমাকে মাইনে দেওয়া হয় বলেই ডিউটি করো। টাকা না দিলে সব ডিউটি চলে যেত। দেশের জন্য যদি ভালোবাসা থাকে তাহলে টাকা নেওয়ার দরকার নেই।’ আর এই অভিযোগ উঠতেই শুরু হয় তুমুল উত্তেজনা।

গ্রেফতার ফিট বিশ্বজিৎ বিশ্বাস

এইভাবে দিনের পর দিন ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে কটুক্তি করায় আড়ংঘাটাতে প্রাক্তন সেনা এবং বর্তমান সেনা আধিকারিকদের স্ত্রীরা এই বিশ্বজিৎ এর বিরুদ্ধে গর্জে উঠেছেন। Fit Biswajit -এর বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি করেন সেনা আধিকারিকের স্ত্রীরা। ভারতীয় সেনাকে যখন দেশের মেরুদণ্ড বলা হয়, সেখানে এই ব্যক্তির এহেন মন্তব্যকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় উঠেছে। রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে এবার সেই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে গ্রেফতার করল ধানতলা থানার পুলিশ। গ্রেফতারির পর সে ভারতীয় জওয়ানদের বিরুদ্ধে যে সকল কুমন্তব্য করেছেন তার জন্য ক্ষমাও চেয়েছেন জনসমক্ষে।

আরও পড়ুন: ‘রঘু ডাকাত’-র প্রশংসা করে কুণাল ঘোষকে কংসের সাথে তুলনা! বিস্ফোরক রানা সরকার

অন্যদিকে অভিযুক্ত বিশ্বজিৎ বিশ্বাসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করেছে ন্যাশনাল বডি বিল্ডিং স্পোর্টস ফিটনেস ফেডারেশন। তাঁরা একটি নোটিশও জারি করেছে, যেখানে বলা হয়েছে, বিশ্বজিৎ বিশ্বাস ভারতীয় সেনার বিরুদ্ধে ফেসবুক লাইভে এসে যেভাবে মন্তব্য করেছে সেটির তীব্র নিন্দা জানাচ্ছে NBBSFF।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥