মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতিই সার! জল খেয়েই কাটাতে হচ্ছে দিন, ত্রাণ না পাওয়ায় বিক্ষোভ ধূপগুড়িতে

Published:

Dhupguri
Follow

প্রীতি পোদ্দার, ধূপগুড়ি: প্রতিশ্রুতি পূরণে অপারগ প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্যোগে মোড়া উত্তরবঙ্গ ছাড়তেই ত্রাণ নিয়ে শুরু হল তুমুল বিক্ষোভ! সকল গ্রাম ঠিকভাবে ত্রাণের সামগ্রী পেলেও বাদ পড়েছে ধূপগুড়ি (Dhupguri) ব্লকের বগরিবাড়ি এবং নলডোবার পাড় এলাকার বাসিন্দারা। তাই এবার সেই কারণে বুধবার দুপুরে ত্রাণ সামগ্রী না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন সকলে। আর সেই পরিস্থিতি খতিয়ে দেখতে হাজির হন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার।

ত্রাণ নিয়েই হট্টগোল ধূপগুড়ি ব্লকে

উল্লেখ্য, গতকাল অর্থাৎ বুধবার, দুপুরে উত্তরবঙ্গের বন্যা বিধ্বস্ত পরিস্থিতি খতিয়ে দেখে কলকাতার উদ্দেশে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরকন্যা থেকে সড়ক পথ ধরে তিনি সোজা চলে আসেন বাগডোগরা বিমানবন্দরে। এরপর সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘গতকাল রাতে ৪০০ প্যাকেট ত্রাণ সামগ্রী পাঠিয়েছি সেই সামগ্রীর মধ্যে সব কিছুই রয়েছে। মিরিকে ভোররাত পর্যন্ত সমস্তটা পাঠানো হয়েছে। জেলাশাসকরা সমস্ত জায়গায় ত্রাণ সামগ্রী পাঠাচ্ছেন। চিন্তার কোনও বিষয় নেই।” কিন্তু এই ত্রাণ নিয়েই এবার হৈ হট্টগোল শুরু হল ধূপগুড়ি ব্লকের বগরিবাড়ি এবং নলডোবার পাড় এলাকার বাসিন্দাদের মধ্যে। ঠিকভাবে ত্রাণ সামগ্রী না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা।

প্রশাসনের প্রতি ক্ষুব্ধ দুর্গতরা

স্থানীয় রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, শনিবার রাতে প্রবল বৃষ্টির জেরে ধূপগুড়ি ব্লকের বগরিবাড়ি এবং নলডোবার পাড় এলাকার মানুষেরা আশ্রয় নেন গধেয়ারকুঠি হাইস্কুলে। শেষে জল কমতেই তারা নিজেদের বাড়িতে ফিরতে শুরু করেন। কিন্তু বৃষ্টির জলে বাড়ির পরিস্থিতি খুব খারাপ। রান্নার সামগ্রীও তেমন নেই, এদিকে উত্তরবঙ্গ সফরে থাকাকালীন মুখ্যমন্ত্রী বলেছেন, যতদিন সব কিছু স্বাভাবিক না হচ্ছে, ততদিন দুর্গত মানুষদের পাশে থাকবে রাজ্য সরকার এবং প্রশাসন। কিন্তু নামেই মিলল প্রতিশ্রুতি। ঠিকভাবে কোনও সামগ্রী পাচ্ছেন না তাঁরা। গতকাল অর্থাৎ বুধবার দুপুরে ধূপগুড়ি ব্লকের বগরিবাড়ি এবং নলডোবার পাড় এলাকার বাসিন্দারা ত্রাণ সামগ্রী না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন। পরিস্থিতি এতটাই বেসামাল হয়ে পড়ে, যে বাধ্য হয়ে সেখানে হাজির হন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার।

আরও পড়ুন: ‘এবার ভোট খুব টাফ হবে!’ ২৬ এর নির্বাচনের আগে আশঙ্কার বাণী অনুব্রতর কণ্ঠে

দুর্গত মানুষদের অভিযোগ, ‘দুর্যোগের পর থেকে শুধু জলই পেয়েছি, ত্রাণ সামগ্রী কোথায়?’ জানা গিয়েছে তাঁদের কেবল একপ্রকার জল খেয়েই দুর্যোগের পর থেকে দিন কাটাতে হচ্ছে তাঁদের। এরপর এদিন ব্লক প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ নিয়ে একটি গাড়ি এলাকায় পৌঁছতেই আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসীরা। অভিযোগের সুরে বলেন, ‘যদি জল খেয়েই দিন কাটাতে হয় তাহলে প্রশাসন এল কেন? ১৫–২০ জনকে কিছু চাল আর প্লাস্টিক দিয়ে চলে গেছে। কিন্তু এখানে ২০০ পরিবার। আমরা কি মানুষ নই?’ কিছুদিন আগে ত্রাণের নামে শুধুমাত্র শুকনো মুড়ি ও গুড় দেওয়া হয়। এমন চরম অব্যবস্থার মধ্যেই পরিস্থিতি দেখতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ঘটনাস্থলে পৌঁছাতেই ক্ষোভে ফেটে পড়েন দুর্গত মানুষজন। পরিস্থিতি শীঘ্রই সামলানোর আশ্বাস দেয় প্রশাসন।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join