সহেলি মিত্র, কলকাতাঃ এও সম্ভব! নিজের অগ্নিসাক্ষী করা স্ত্রীকে অন্যের হাতে তুলে দিয়ে দুধ দিয়ে স্নান করলেন স্বামী। শুনে চমকে গেলেন তো? কিন্তু এমনই ঘটনা ঘটে গেল ধূপগুড়িতে (Dhupguri)। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
স্ত্রীকে অন্য যুবকের হাতে তুলে দিয়ে দুগ্ধস্নান করলেন ব্যক্তি
আজ আপনাদের এমন একটি ঘটনা সম্পর্কে তথ্য দেব যেটি ঘটেছে ধূপগুড়িতে। এখানে এক গৃহবধূর বিরুদ্ধে প্রতিবেশী এক ছেলের সঙ্গে পরকীয়ার অভিযোগ উঠেছিল। এরপর ওই মহিলার স্বামী যা করলেন তা সকলকে অবাক করে রেখে দিয়েছে। প্রায় ১০ বছরের বৈবাহিক সম্পর্ক ছিল কার্তিক সরকার এবং সনেকা সরকারের। দম্পতির দুই ছেলেমেয়েও রয়েছে। টক মিষ্টি মিলিয়ে চলছিল সম্পর্ক। তবে হঠাতই তাল কাটল। ধূপগুড়ি মহকুমার অন্তর্গত গধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের চরচড়া বাড়ি সংলগ্ন এলাকার বাসিন্দা সনেকা সরকারের সঙ্গে প্রতিবেশী এক যুবকের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে।
আর এই ঘটনা চোখ এড়ায় না গ্রামবাসী থেকে শুরু করে স্বামী কার্তিক সরকারের। ঘটনার শেষ দেখতে রবিবার এই নিয়ে গ্রামের মানুষের উপস্থিতিতে বসে সালিশি সভা। জানা গিয়েছে, স্ত্রীর সঙ্গে সংসার করতে নারাজ কার্তিক। এদিকে মানেকাও ওই যুবকের সঙ্গেই থাকতে চায়। যে কারণে স্বামী স্বেচ্ছায় ওই যুবকের হাতে স্ত্রীকে তুলে দিয়ে দুই ছেলেকে নিয়ে দুধ দিয়ে স্নান করেন।
তবে এই প্রথম নয়, অতীতেও এরকম ঘটনা ঘটেছে দেশে। আসামের এক ব্যক্তি দুধে স্নান করে তার বিবাহবিচ্ছেদ উদযাপন করেন, সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। আসামের নলবাড়ি জেলার বাসিন্দা মানিক আলী তার আইনি বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত হওয়ার পরপরই লিটার লিটার দুধে স্নান করার রেকর্ড করেন। সেই সময়ে ভাইরাল হওয়া ভিডিওতে, আলী নিজের উপর দুধের বালতি ঢেলে স্বস্তি প্রকাশ করে বলেন, “আমি আজ থেকে মুক্ত।”












