প্রীতি পোদ্দার, কলকাতা: নিয়োগ দুর্নীতি হোক বা গরু-কয়লা পাচার তদন্ত, একের পর এক তৃণমূল নেতামন্ত্রী -বিধায়কদের বাড়ি থেকে টাকা সহ বিপুল সম্পত্তির হদিশ পেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী গোয়ান্দা সংস্থাগুলি। তবে এবার সেই সম্পত্তিকে ছাপিয়ে দিয়ে কোটিপতি হয়ে গেল এক সাধারণ চোর! চক্ষু চড়কগাছ পুলিশের।
ঘটনাটি কী?
দক্ষিণ ২৪ পরগনার নোদাখালিতে বাস করে এক কোটিপতি চোর (Crorepati Thief) অমিত দত্ত। কয়েকদিন আগে চুরির সময় হাতেনাতে ধরা পড়েন তিনি। সেই সূত্রে তদন্তের খাতিরে তাঁর বাড়িতে যান নোদাখালি থানার পুলিশ। কিন্তু সেখানে গিয়ে মুখ হাঁ হয়ে যায় পুলিশের। তিন তলা রাজপ্রাসাদের ন্যায় বিশাল মার্বেলের বাড়ি। বাইরে যেমন জাঁকজমক ঠিক তেমনই ভিতরেও বেশ সাজানো গোছানো! প্রতিটি ঘরে ফলস সিলিং। দামি দামি সব ফার্নিচার, ঝাড়বাতি লাগানো।এমনকি বাড়ির মধ্যেই রয়েছে জিম। যা কোনো নেতা মন্ত্রীর থেকে কম কিছু না।
চুরির টাকাতেই কোটিপতি!
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১ জুন অমিত দত্তকে হাতে নাতে গ্রেফতার করে নোদাখালি থানার পুলিশ। অভিযোগ হাওড়ার আন্দুলের একটি বাড়িতে চুরি করতে গিয়েছিলেন তিনি। এদিকে অমিতের পরিবার বলতে রয়েছে স্ত্রী, ছেলে এবং ছেলের বউ। যদিও অমিতের আদিবাড়ি ছিল কলকাতা লাগোয়া দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায়। এরপর বেশ কয়েক বছর ওখানে থাকার পর, ১৩-১৪ বছর আগে নোদাখালির ভেটকাখালিতে থাকতে শুরু করে অমিত।
আরও পড়ুন: দুষ্কৃতীর হাতে আক্রান্ত পুলিশ! খাস কলকাতায় ছুরির এলোপাথাড়ি কোপে আহত কনস্টেবল ও ASI
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথমদিকে অমিত গ্রামের সরু গলির মধ্যে কোনরকমে টিনের ঘর করে পরিবার নিয়ে থাকত। কিন্তু সেই টিনের ঘোর যে রাতারাতি তিনতলা রাজপ্রাসাদে পরিণত হবে তা কেউ ভাবতেই পারেনি। তবে শুধু রাজপ্রাসাদই নয় তার সঙ্গে রয়েছে জোড়া বাইকও। আর তাতেই প্রশ্ন উঠছে তবে কি চুরি করেই এত ধনসম্পত্তি বাড়িয়েছে অমিত! যদিও তদন্তে নেমেছে পুলিশ, চোরদের এই গ্যাংয়ে আর কারা রয়েছে কেইবা এই গ্যাংয়ের মাথা, সব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা।