মাত্র ৩০ টাকায় দীঘা! লোকাল ট্রেন পরিষেবা চালু দক্ষিণ পূর্ব রেলের, জানুন সময়সূচী

Published on:

digha local train

সৌভিক মুখার্জী, কলকাতা: এই ভ্যাঁপসা গরমে কিছুটা স্বস্তি পেতে আপনি কি দীঘায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ এক সুখবর। কারণ এবার আর বাসের ভিড় বা গাড়ির ভিড় ঠেলতে হবে না। শুরু হচ্ছে একজোড়া স্পেশাল লোকাল ট্রেন (Digha Local Train) পরিষেবা। হ্যাঁ ঠিকই শুনেছেন। যা আপনাকে খুব কম খরচেই পৌঁছে দেবে দীঘার সমুদ্র সৈকতে।

কবে থেকে শুরু হবে এই ট্রেন পরিষেবা?

রেলের সূত্র মারফত জানা যাচ্ছে, এই জোড়া স্পেশাল ট্রেন পরিষেবা শুরু হচ্ছে ৯ই এপ্রিল, বুধবার থেকে। অর্থাৎ, আজ থেকে এই ট্রেনের শুভারম্ভ ঘটেছে। তবে হ্যাঁ, ট্রেনটি সাময়িক সময়ের জন্যই চলবে। যেমনটা জানা যাচ্ছে, আগামী ৮ই জুন পর্যন্ত পরিষেবা দেবে এই জোড়া লোকাল ট্রেন। অর্থাৎ, বাংলা নববর্ষ থেকে গ্রীষ্মের ছুটি, সবকিছুর জন্যই পর্যটকদের বাড়তি সুবিধা দেবে এবার ভারতীয় রেল। 

ট্রেনের সময়সূচী একনজরে দেখে নিন

এখনও পর্যন্ত দক্ষিণ পূর্ব রেলওয়ের তরফ থেকে যা জানা গিয়েছে, ট্রেনটি পাঁশকুড়া থেকে দীঘা পর্যন্ত যাতায়াত করবে। পাঁশকুড়া স্টেশন থেকে ছাড়বে সকাল ১১ টায় এবং দীঘা পৌঁছাবে দুপুর ১ টা ৫০ মিনিটে। এদিকে দীঘা থেকে ছাড়বে দুপুর ২ টো ৫০ মিনিটে এবং পাঁশকুড়া স্টেশনে পৌঁছাবে বিকেল ৫ টা ৩৫ মিনিটে।

খরচ কত পড়বে?

যাত্রীদের মুখে হাসি ফোটানোর মত খবর এই ট্রেনের ভাড়া। হ্যাঁ ঠিক শুনেছেন। পাঁশকুড়া থেকে দীঘা পৌঁছাতে লোকাল ট্রেনের ভাড়া পড়বে মাত্র ৩০ টাকা। আর এক স্টেশন থেকে অন্য স্টেশনে যেতে ন্যূনতম ভাড়া পড়বে মাত্র ১০ টাকা। 

দীঘায় পর্যটকের ভিড় দিনের পর দিন বাড়ছে

দীঘা বরাবরই বাংলার অন্যতম প্রিয় এক পর্যটনকেন্দ্র। তবে এবার ভিড়ের বেশ কিছু কারণ রয়েছে। প্রথমত বাংলা নববর্ষের আগমন এবং দ্বিতীয়ত দীঘায় তৈরি হওয়া নতুন জগন্নাথ মন্দিরের উদ্ভাবন, যা হতে চলেছে খুবই আকর্ষণীয়। আর এই দুই কারণেই পর্যটকের ঢল নামার সম্ভাবনা প্রবল। আর সেই কথা মাথায় রেখেই এবার দক্ষিণ পূর্ব রেলওয়ে পাঁশকুড়া থেকে হলদিয়া হয়ে দীঘা, এই জোড়া লোকাল ট্রেন চালু করা করলো।

সংগঠন সম্পাদকের বক্তব্য

সাউথ ইস্টার্ন রেলওয়ে প্যাসেঞ্জার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সরোজ ঘড়া জানিয়েছেন, “দীর্ঘদিন ধরেই দীঘাগামী যাত্রীদের ভোগান্তি বাড়ছিল পর্যাপ্ত ট্রেন না থাকার কারণে। যেহেতু নববর্ষ আর জগন্নাথ মন্দির উদযাপনের দিন ঘনিয়ে আসছে, তাই সেখানে ভিড় আরো বাড়বে। তাই আমরা সাংসদ সৌমেন্দু অধিকারী এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে বিশেষ ট্রেন চালানোর অনুরোধ জানিয়েছি। রেল কর্তৃপক্ষ সেই দাবি মঞ্জুর করাই আমরা খুবই খুশি।”

আরও পড়ুনঃ বকেয়া না দিলে বিদ্যুৎ কেটে দেব, পাকিস্তানকে জোর হুমকি! নাক কাটল প্রতিবেশীর

কম খরচে আরামদায়ক ভ্রমণ করতে চাইলে এই স্পেশাল ট্রেন পরিষেবা হতে পারে আপনার জন্য সেরা বিকল্প। দীঘার সমুদ্র সৈকত, খাবার আর নতুন জগন্নাথ মন্দির, সমস্ত কিছু একসঙ্গে উপভোগ করতে পারবেন খুব কম খরচেই এই লোকাল ট্রেনে যাতায়াত করে। তবে হ্যাঁ, আবারও জানিয়ে রাখি, ৯ই এপ্রিল থেকে ৮ই জুন পর্যন্ত চলবে এই বিশেষ ট্রেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥