সৌভিক মুখার্জী, দিঘা: সপ্তাহন্তেই বড় বিপত্তি। বন্ধ হয়ে গেল দিঘা-কলকাতার (Digha Kolkata Road) রাস্তা। সূত্রের খবর, গতকাল অর্থাৎ শনিবার দিঘা নন্দনকুমার ১১৬ বি জাতীয় সড়কের মারিসদায় সেতু ভেঙে যাওয়ার কারণে দুপুর থেকে যান চলাচল বন্ধ। জানা যাচ্ছে, সেতু মেরামতের কাজ চলছে গতকাল থেকেই। তবে প্রশ্ন উঠছে, কাজ কবে শেষ হবে এবং রুট কবে খুলবে?
বন্ধ দিঘা-কলকাতার যোগাযোগ
আসলে গতকাল ১১৬ বি জাতীয় সড়কে আচমকা সেতুটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘটনাটি ঘটেছে মারিসদা থানার এলাকার কাছে। এমনকি জাতীয় সড়কের উপরেই রয়েছে ওই সেতুটি। আর সে কারণেই আপাতত দিঘা-কলকাতা রুটে সরাসরি যান চলাচল বন্ধ।
কলকাতা থেকে দিঘা যাওয়ার বিকল্প পথ
তবে স্থানীয় সূত্র মারফৎ খবর, পুলিশ ইতিমধ্যেই কলকাতা থেকে দিঘা যাওয়ার জন্য বিকল্প পথের ব্যবস্থা করে দিয়েছে। যেমনটা জানা যাচ্ছে, কোলাঘাট থেকে দিঘাগামী গাড়িগুলিকে ১১৬ বি জাতীয় সড়কের বাজকুল থেকে ভগবানপুরের দিকে এবং হেঁড়িয়া থেকে ভূপতিনগর হয়ে এগরার দিকে পাঠানো হচ্ছে। আর সেখান থেকে কাঁথি হয়ে সরাসরি দিঘা যাওয়া যাবে। পাশাপাশি কাঁথি থেকে কলকাতাগামী বাসগুলিকে এগরার দিকে পাঠানো হচ্ছে। সেখান থেকে খড়গপুরগামী বা ভগবানপুরগামী রাস্তা ধরে কোলাঘাটের দিকে যাওয়া যাবে।
যান চলাচল স্বাভাবিক হবে কবে?
এখনও পর্যন্ত বেশ কয়েকটি সূত্র অনুযায়ী যা খবর, রাস্তার কাজ প্রায় শেষের পথে। প্রশাসন দাবি করছে, রবিবার দুপুরের মধ্যেই কলকাতা-দিঘা রুটে যান চলাচল স্বাভাবিক হবে। প্রথমে ছোট গাড়িকে ছাড়া হবে। তারপর বড় বড় গাড়িগুলোকে ছাড়া হবে বলেই খবর। এখনও পর্যন্ত বেসরকারী বাসগুলি বন্ধ হয়েছে। শুধুমাত্র সরকারি বাসগুলি চালানো হচ্ছে। তবে ঘুরপথে যেহেতু যাত্রীদের অতিরিক্ত সময় আর ভাড়া গুনতে হচ্ছে, তাই আজ দুপুরের মধ্যেই রাস্তা চালু করে দেওয়ার তোড়জোড় চলছে।
আরও পড়ুনঃ ‘পুলিশ, থানা সব আমার হাতে!’ অন্ডালে মহিলার শ্লীলতাহানি দাপুটে সিভিক ভলান্টিয়ারের
প্রসঙ্গত, দিঘা সপ্তাহন্তে ছুটি কাটানোর জন্য অনেকের পছন্দের জায়গা। তাই তারই মধ্যে এই সড়ক বিপত্তি পর্যটকদের কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এমনকি সেতু ভেঙে পড়ায় কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এর জেরে বেশ কিছু যাত্রীও জখম হয়েছে। কারণ এই দুর্ঘটনার সময় জাতীয় সড়কে পর্যটকদের গাড়ি ছিল বলে খবর।