নতুন বছরের আগেই আরও সুন্দরী হচ্ছে দিঘা, ১২০০ কোটি খরচে শুরু উন্নয়ন যজ্ঞ

Published on:

digha merin drive repair work started rs 12 crore alloted

পার্থ সারথি মান্না, কলকাতাঃ নভেম্বরের ১৪ পেরোতেই আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শীতের প্রবেশ শুরু হয়েছে বঙ্গে। ইতিমধ্যেই কমবেশি সব রাজ্যেই তাপমাত্রা বেশ কয়েক ডিগ্রি কমেছে। আর ঠান্ডা পড়তেই বাঙালির বেরু বেরু মন যেতে উঠেছে। ঘুরতে যাওয়ার কথা উঠলেই সবার আগে উঠে আসে দিঘার কথা। পর্যটকদের জন্য প্রতিনিয়ত কাজ করে চলেছে দিঘা প্রশাসন। আর এবার আরও একটি সুখবর মিলল।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ক্রিসমাসের আগেই পর্যটকদের জন্য সুখবর

সারাবছর পর্যটকদের ক্রিসমাসের আগেই বিরাট বদল! পর্যটকদের জন্য ঢেলে সাজানো হচ্ছে দিঘা (Digha), বরাদ্দ হল ১২০০ কোটি। ভিড় লেগে থাকার কারণে প্রতিনিয়ত উন্নয়নমূলক কাজ হয়েই চলেছে দিঘাতে। এদিকে সামনেই ২৫ শে ডিসেম্বর, ছুটির দিনে কম বাজেটে অনেকেই দিঘা ঘোরার প্ল্যান বানিয়ে থাকেন। তাই এই সময় ভিড় আরও বাড়বে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাই ভিড় সামাল দিতে আগে থেকেই ব্যবস্থা নিতে প্রস্তুত প্রশাসন।

১২০০ কোটি খরচে তৈরী হচ্ছে নতুন বাইপাস

দিঘা যাওয়ার সময় কমাতে ও রাস্তাঘাটে যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে নতুন করে একটি ৮২ কিমি দীর্ঘ বাইপাস তৈরির কাজ শুরু হয়েছে। একবার তৈরী হয়ে গেলে আরও দ্রুত কলকাতা থেকে দিঘা পৌঁছে যাওয়া যাবে। ইতিমধ্যেই নন্দকুমার থেকে বাজকুল পর্যন্ত প্রায় ২৫ কিমি রাস্তা তৈরিও হয়েছে বলে খবর মিলেছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এদিকে নিশ্চিন্দা থেকে চাউলখোলা পর্যন্ত প্রায় ৬৫ কিমি রাস্তা তৈরী। এবার বাজকুল থেকে নিশ্চিন্দা ও চাউলখোলা থেকে দিঘার দিকে যাওয়ার রাস্তা তৈরী হয়ে গেলেই বাইপাস হাইওয়ের কাজ সম্পন্ন হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

১২ কোটি খরচে শুরু মেরিন ড্রাইভ মেরামতের কাজ

এর আগে মন্দারমণি থেকে দিঘা পর্যন্ত যাওয়ার জন্য একটি ঝা চকচকে সুন্দর রাস্তা তৈরী করা হয়েছিল, যার নাম রাখা হয় ‘মেরিন ড্রাইভ’ বা সৈকত সরণি। কিন্তু সেই রাস্তায় দীর্ঘদিন ধরে খানা খন্দে ভরে গিয়েছিল। তবে আর নয়, এবার বড়দিনের আগেই দ্রুত সেই রাস্তা সারাই ও আরও চওড়া করার কাজ শুরু হয়েছে। জানা যাচ্ছে এই কাজের জন্য ১২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

প্রাথমিকভাবে আড়াই মাসের মধ্যে কাজ শেষ করার টার্গেট নেওয়া হয়েছে। তবে রাস্তা মেরামতি ছাড়াও দিঘায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজে জোর দেওয়া হয়েছে। শীতের মধ্যেই ‘গ্রীন ক্লিন’ দিঘা প্রকল্পের কাজ শুরু হবে বলেও খবর মিলেছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group