আমূল বদলে যাচ্ছে দিঘা স্টেশন, অমৃত ভারতের আওতায় হবে ঝাঁ চকচকে থেকে অত্যাধুনিক

Published on:

digha station

সহেলি মিত্র, কলকাতাঃ আর মাত্র কয়েকদিন, ব্যস তারপরেই আমূল বদলে যাবে দিঘা রেলওয়ে স্টেশন। আসলে ভারতীয় রেলের তরফে দেশের বহু রেল স্টেশনকে অমৃত ভারত প্রকল্পের আওতায় বদলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। আরও অত্যাধুনিক স্টেশন, ভালো পরিষেবা যাতে যাত্রীরা পান সেদিকে নজর রয়েছে রেলের। ঠিক সেই লক্ষ্যে এবার দিঘা রেল স্টেশনকেও আমূল বদলে দেওয়ার প্ল্যান করা হয়েছে। ইতিমধ্যে কাজও শুরু হয়ে গিয়েছে বলে খবর। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

বদলে যাচ্ছে দিঘা রেল স্টেশন

এমনিতে যত সময় এগোচ্ছে ততই দিঘায় ভিড় বাড়ছে পর্যটকদের। তার ওপর এখন সেখানে নব নির্মিত জগন্নাথ মন্দির দেখতে রীতিমতো ঢল নামছে মানুষের। আগামী দিনে আরও ভিড় বাড়বে বলে অনুমান করা হচ্ছে। যাইহোক, অনেকেই আছেন যারা নিজের গাড়ি করে বা বাসে করে দিঘা যান। আবার অনেকেই আছেন যারা ট্রেনে করে দিঘা আসেন। সেক্ষেত্রে সকলকে দিঘা রেল স্টেশনে নামতে হয়। তবে আগামী দিনে এই দিঘা স্টেশনের চেহারাই বদলে যাবে অমৃয় ভারত প্রকল্পের আওতায়।

প্ল্যাটফর্ম এক্সটেনশন হবে?

জানা গিয়েছে, ইতিমধ্যে নাকি স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে কোচ ইন্ডিকেশ্ন বোর্ড লাগানো হয়েছে। সেইসঙ্গে নতুন টাইলস বসানো হচ্ছে। এমনকি ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মে পুরনো সিঙ্গেল শেড খুলে নতুন ডবল শেড লাগানোর জন্য ঢালাই চলছে বলে খবর। প্ল্যাটফর্ম সারফেস ঢালাই চলছে।

আরও পড়ুনঃ পর্যটকদের হবে সুবিধা, দিঘায় বাস চলাচলে নয়া নিয়ম রাজ্য সরকারের

প্ল্যাটফর্ম এক্সটেনশন (১৭ কোচ থেকে ২২ কোচ)-এর কাজ শুরু হয়নি। যদিও স্টেশন চত্ত্বরে টয়লেট ফেসিলিটি, এক্সিকিউটিভ লাউঞ্চ, CCTV এবং রেল কোচ রেস্টুরেন্ট তৈরি হয়েছে। এছাড়া নিউ ওয়েটিং হল-এর কাজ চলছে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥