রাতের অন্ধকারে একা পেয়ে খাস কলকাতায় প্রতিবন্ধী মহিলাকে ধর্ষণ

Published:

Kolkata Rape
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: কলকাতার বুকেই বধির ও প্রতিবন্ধী মহিলাকে ধর্ষণের (Kolkata Rape) অভিযোগে গ্রেপ্তার এক যুবক। জানা যায়, শুক্রবার গভীর রাতে বন্দরের নাদিয়াল থানা এলাকায় এই ঘটনা ঘটেছে। আর ঘটনার তদন্তে নেমেই শনিবার সকালে অভিযুক্তকে গ্রেফতার করেছে নাদিয়াল থানার পুলিশ।

ঘটনাটি কী?

রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, রাত সাড়ে ১২টা নাগাদ কলকাতার নাদিয়াল থানা এলাকায় বছর ২০-এর এক বধির, প্রতিবন্ধী তরুণীকে ওই যুবক ধর্ষণ করেছিল। মূলত ওই মহিলাকে একা পেয়েই এরকম কুকর্ম করার সাহস পেয়েছিল অভিযুক্ত। জানা গিয়েছে, ধর্ষণের পরপরই থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। আর অভিযোগ পাওয়া মাত্রই পুলিশ তদন্ত শুরু করে। এমনকি অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির (বিএনএস) ৬৪(২)(কে) ধারায় এফআইআর দায়ের করেছে পুলিশ।

এদিকে তল্লাশি চালিয়ে আজ সকাল ৬:৩৫ মিনিট নাগাদ অভিযুক্তকে তার বাড়ির সামনে থেকে গ্রেফতার করা হয়। এমনকি কেন তাকে গ্রেফতার করা হয়েছে, তা অভিযুক্তের পরিবারকে জানানো হয়েছে বলে পুলিশ সূত্র মারফত খবর। জানা যাচ্ছে, আজ শনিবার অভিযুক্তের মেডিকেল পরীক্ষার পর আদালতে তাকে হাজির করানো হবে। এমনকি ওই নির্যাতিতারও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক পরীক্ষা চলছে। ঘটনার বিস্তারিত তদন্তের জন্য অভিযুক্তকে পুলিশি হেফাজতে নেওয়ারও আবেদন করা হবে বলে সূত্রের খবর।

আরও পড়ুনঃ রবিবার পুলিশের নিয়োগ পরীক্ষা! ব্লু ও গ্রিন লাইনে অতিরিক্ত মেট্রো চালানোর ঘোষণা

দুর্গাপুরেও হয়েছে গণধর্ষণ

প্রসঙ্গত, শুধু কলকাতায় নয়। গতকাল রাতে দুর্গাপুরের এক বেসরকারি মেডিকেল কলেজ ও  হাসপাতালের দ্বিতীয় বর্ষের এক ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে। জানা যাচ্ছে, নির্যাতিতা উড়িষ্যার জলেশ্বরের বাসিন্দা। রাত ৯:০০ টা নাগাদ ওই ছাত্রী তাঁর এক সহপাঠী ছাত্রের সঙ্গে কলেজ ক্যাম্পাসের বাইরে বেরিয়ে ছিলেন খাওয়ার জন্য। আর সেসময় পাঁচ যুবক তাঁদেরকে ঘেরাও করে এবং ছাত্রীকে জোর করে রাস্তার পাশে এক জঙ্গলে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়েই গণধর্ষণ করা হয় ওই ছাত্রীকে। পরে তরুণীর সহপাঠী তাঁকে উদ্ধার করে কলেজে নিয়ে যান। হাসপাতালে ভর্তি করানো পর এই ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে।

আরওKolkataNadial
গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join