অসুররুপী ট্রাম্প ও ইউনূস, মুর্শিদাবাদের দুর্গাপুজোয় ঠাঁই পেল শেহবাজ শরীফও

Published:

trump and Yunus as asur durga puja 2025

সহেলি মিত্র, কলকাতা: দুর্গাপুজোর (Durga Puja 2025) আনন্দে মাতোয়ারা বাচ্চা, মহিলা, বয়স্ক সকলে। সেইসঙ্গে জোরকদমে চলছে প্যান্ডেল হপিং, খাওয়া দাওয়া, আড্ডা। এদিকে দুর্গাপুজো মণ্ডপগুলি দেখে অবাক হওয়ার শেষ থাকছে মা দর্শনার্থীদের। কোথাও রয়েছে থিম পুজো তো কোথাও রয়েছে সেই সাবেকি ঠাকুর। তবে এবছরের পুজোয় সবথেকে বেশি অবাক করেছে বাংলার এক পুজো মণ্ডপ, যেখানে চিরাচরিত অসুর নয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অসুর হিসেবে দেখানো হয়েছে। আর এই ট্রাম্পমুখী অসুরকে বধ করতে নিজের অস্ত্র তুলে নিয়েছেন স্বয়ং মা দুর্গা। 

অসুর সাজানো হল ডোনাল্ড ট্রাম্পকে!

নিশ্চয়ই ভাবছেন এরকম অভিনব অসুর কোথায় দেখতে পাওয়া যাবে? তাহলে জানিয়ে রাখি, এরকম অসুর দেখতে আপনাকে পাড়ি দিতে হবে মুর্শিদাবাদের খাগড়া শ্মশান ঘাট পুজো কমিটির পুজো মণ্ডপে। এই পুজো কমিটির তরফেই এবার ট্রাম্পকে অসুরের রূপ দিয়ে সাজানো হয়েছে। ইতিমধ্যেই এরকম অভিনব অসুর দেখে অবাক হয়ে গিয়েছেন সাধারণ মানুষ। কেউ কেউ এই বিষয়টিকে নিয়ে খিল্লি করছেন তো কেউ কেউ আবার এই নিয়ে তীব্র সমালোচনা শুরু করেছেন।

এবারে মুর্শিদাবাদের খাগড়া শ্মশান ঘাট পুজো কমিটির পূজো ৫৯ বছরে পা দিয়েছে। ইতিমধ্যেই অসুররুপী ট্রাম্পের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক গতিতে ভাইরাল হচ্ছে। ট্রাম্প আকৃতির মূর্তিটি শিল্পী অসীম পাল তৈরি করেছেন।

কী বলছেন আয়োজকরা?

কেন এরকম অসুর তৈরী করার ভাবনা? আয়োজকরা জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পের ‘বিশ্বাসঘাতকতার’ পর তাঁরা এমন একটি থিম ভেবেছেন। আর যেমনি ভাবা তেমনি কাজ। শিল্পী অসীম পালের হাতের ছোঁয়ায় তৈরি হয়ে গিয়েছে ‘ট্রাম্পাসুর’র মূর্তিটি। আয়োজকদের একজ বলেন, ‘ট্রাম্প আমাদের উপর যে ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন, যে ভিসা নীতি চালু করেছেন, তার প্রতিক্রিয়া হিসেবে এই সিদ্ধান্ত। আমাদের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পকে বন্ধু মনে করতেন। ট্রাম্প তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। এজন্যই তাকে একজন অসুর হিসেবে দেখানো হয়েছে।’

অসুর সাজানো হয়েছেন ইউনূস-শাহবাজ শরিফকেও

শুধু ট্রাম্পই নয়, মুর্শিদাবাদ জেলার বহরমপুর খাগড়া সাধক নরেন্দ্র স্মৃতি সংঘের মণ্ডপে নজরে এসেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে অসুর বানানোর দৃশ্য। ব্যতিক্রমী এই পূজা মন্ডপে প্রবেশ করলে দর্শনার্থীদের চোখ আটকে যাচ্ছে দুর্গার পায়ের নিচে থাকা অসুরের দিকে। যার চেহারা হুবহ ফুটিয়ে তোলা হয়েছে ড. মুহাম্মদ ইউনূসের আদলে। অন্যদিকে দেবী দুর্গার হাতে রয়েছে একটি কাটা নরমুণ্ড। এর মুখাবয়ব ফুটিয়ে তোলা হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের আদলে।

পুজা কমিটির দাবি তাদের এই বছর পূজার থিমের নাম ‘দহন’। দেশের শত্রুদের বিনাশের প্রতীকী উপস্থাপনাই তাদের মূল উদ্দেশ্য।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥